ঢাকা, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
Sharenews24

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ

২০২৫ নভেম্বর ২৭ ১০:১৪:২৯
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের টেকনাফ শহর মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৩টা ২৯ মিনিটে টেকনাফ থেকে ১১৮ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

ভূকম্পন–বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানায়, টেকনাফে খুব অল্প ঝাঁকুনি হওয়ায় অধিকাংশ মানুষ ভূমিকম্পটি টের পাননি। তবে ভূমিকম্পটির কেন্দ্রের গভীরতা জানাতে না পারলেও ইএমএসসি জানিয়েছে, এটি মাটির ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছিল।

এর আগে গত শুক্রবার (২১ নভেম্বর) বাংলাদেশে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যেখানে অন্তত ১০ জনের মৃত্যু হয়। পরদিন শনিবার আরও তিনবার মৃদু কম্পন অনুভূত হয় দেশে।

ভারতের এনসিএস (ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি) জানায়, শনিবার মিয়ানমারেও অন্তত তিনটি ভূমিকম্প আঘাত হানে। বাংলাদেশ সময় সকাল ৬টা ৪১ মিনিট ও ৭টা ১৯ মিনিটে দু’টি কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এগুলোর মাত্রা ছিল যথাক্রমে ৩ দশমিক ৫ ও ৩ দশমিক ৭।

এর মধ্যেই ভূমিকম্পঝুঁকিতে থাকা রাজধানী ঢাকা নিয়ে উদ্বেগ বাড়ছে। ভূমিকম্প বিশেষজ্ঞরা মনে করছেন, বিপদের ঝুঁকি আগের তুলনায় বাড়ছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এক সমীক্ষায় বলা হয়েছে, পার্শ্ববর্তী জেলা টাঙ্গাইলের মধুপুর ফল্টে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হলে ঢাকা শহরের ৪০ শতাংশ ভবন ধসে পড়তে পারে। এতে দুই লাখের বেশি মানুষের মৃত্যুঝুঁকি রয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে