ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
Sharenews24

আইপিও প্রক্রিয়ায় ডিজিটাল রূপান্তরের পথে ডিএসই

২০২৫ নভেম্বর ২৬ ২২:৪৮:০৭
আইপিও প্রক্রিয়ায় ডিজিটাল রূপান্তরের পথে ডিএসই

নিজস্ব প্রতিবেদক: প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) দেশের শেয়াারবাজারকে প্রযুক্তিনির্ভর ও আধুনিক রূপ দিতে এবার প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া ডিজিটাল করার পরিকল্পনা প্রকাশ করেছে। বুধবার (২৬ নভেম্বর) রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারে ‘রেগুলেটরি সাবমিশন মডিউল ও সিএসই অনবোর্ডিং’ উদ্বোধনের সময় ডিএসই চেয়ারম্যান মোমিনুল ইসলাম এই উদ্যোগের কথা জানান।

তিনি জানান, এখন থেকে তালিকাভুক্ত কোম্পানিগুলো তাদের প্রয়োজনীয় নথি ও তথ্য সরাসরি অনলাইনে জমা দিতে পারবে। এটি কাগজভিত্তিক প্রক্রিয়াকে ধীরে ধীরে ডিজিটাল প্ল্যাটফর্মে স্থানান্তর করবে। মোমিনুল ইসলামের ভাষ্য অনুযায়ী ভবিষ্যতে আইপিও সংক্রান্ত নথিও একই সিস্টেমে জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে, ফলে কোনো প্রতিষ্ঠানকে হার্ড কপি নিয়ে দৌড়ঝাঁপ করতে হবে না এবং একইসঙ্গে দুই স্টক এক্সচেঞ্জের পাশাপাশি বিএসইসিও ফাইল অ্যাক্সেস করতে পারবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিএসইসি কমিশনার মো. সাইফুদ্দিন। তিনি বলেন, বিশ্বজুড়ে উদীয়মান ও ফ্রন্টিয়ার মার্কেটগুলো ইতোমধ্যে প্রযুক্তি নির্ভর ব্যবস্থায় এগিয়ে গেছে, অথচ বাংলাদেশ এখনও পিছিয়ে আছে। তার মতে, বাজার পরিচালনাকারী প্রতিষ্ঠানের উচিত সময়োপযোগী নীতি গ্রহণ করা ও প্রযুক্তিকে আর বিলম্ব না করে অগ্রাধিকার দেওয়া।

তিনি আরও বলেন, বাজার ব্যবস্থাপনায় কোনো প্রতিষ্ঠান একা থেকে এগোতে পারবে না; বরং প্রতিটি সংগঠনকে নিজস্ব টিম ও সক্ষমতা গড়ে তুলে সমন্বিতভাবে কাজ করতে হবে, তাহলেই কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হবে।

ডিএসই’র চিফ অপারেটিং অফিসার ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুর রহমান জানিয়েছেন—নতুন ডিজিটাল সিস্টেম বাজারে স্বচ্ছতা, কার্যকারিতা ও গতি বাড়াবে। তার বক্তব্যে উঠে আসে, এই ব্যবস্থা ভবিষ্যতে বাংলাদেশে এক্সবিআরএল বাস্তবায়নেও সহায়ক ভূমিকা রাখবে।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে