ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
Sharenews24

বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ফুটবল ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)

২০২৫ নভেম্বর ২৬ ১৯:৩২:৩৬
বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ফুটবল ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)

সরকার ফারাবী: ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজের প্রথম ম্যাচে আজ সন্ধ্যা ৭টায় মাঠে নেমেছে বাংলাদেশ নারী ফুটবল দল। জাতীয় দলের জার্সিতে আজই প্রথমবারের মতো মাঠে নামছেন মোসাম্মত সুলতানা এই ম্যাচ দিয়েই তার আন্তর্জাতিক অভিষেক।

দলের একাদশে এসেছে দুই পরিবর্তন। অক্টোবরে থাইল্যান্ডের বিপক্ষে খেলা শেষ ম্যাচের শুরুর একাদশ থেকে বাদ পড়েছেন ফরোয়ার্ড তহুরা খাতুন ও ডিফেন্ডার নবিরণ খাতুন। তাদের পরিবর্তে জায়গা পেয়েছেন অভিষিক্ত সুলতানা এবং মিডফিল্ডার মুনকি আক্তার।

সেই থাইল্যান্ড ম্যাচে পাঁচ ডিফেন্ডার নিয়ে রক্ষণশক্তি জোরদার করেছিলেন কোচ বাটলার। তবে আজকের লড়াইয়ে রক্ষণভাগে একজন কমিয়ে আক্রমণাত্মক কৌশল নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। ঢাকার পল্টনের জাতীয় স্টেডিয়াম থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে টি-স্পোর্টস।

ঘরের মাঠে মালয়েশিয়ার বিপক্ষে সর্বশেষ দুটি ম্যাচে একটি গোলশূন্য ড্র ও অপরটিতে ৬–০ গোলের বড় জয় পেয়েছিল বাংলাদেশ নারী দল।

বাংলাদেশের একাদশ:

আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, মনিকা চাকমা, মারিয়া মান্দা, মুনকি আক্তার, শিউলি আজিম, ঋতুপর্ণা চাকমা, মোসাম্মত সুলতানা, শামসুন্নাহার জুনিয়র, শামসুন্নাহার সিনিয়র, রুপনা চাকমা (গোলকিপার)।

সরাসরি ম্যাচ দেখতেএখানেক্লিককরুন।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে