ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
Sharenews24

গণভোট নিয়ে ৮ গুরুত্বপূর্ণ তথ্য দিল সরকার

২০২৫ নভেম্বর ২৬ ১৩:৫৬:৫৭
গণভোট নিয়ে ৮ গুরুত্বপূর্ণ তথ্য দিল সরকার

নিজস্ব প্রতিবেদক : আগামী জাতীয় নির্বাচনের দিন দেশে গণভোট অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই গণভোট অধ্যাদেশ ২০২৫ জারি করা হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন অফিসার ড. মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

সরকার বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেজে গণভোট সম্পর্কিত আটটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছে। প্রথমত, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই কেন্দ্রে একসঙ্গে অনুষ্ঠিত হবে। দ্বিতীয়ত, সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতকৃত ভোটার তালিকাই গণভোটের ভোটার তালিকা হিসেবে ব্যবহার করা হবে।

তৃতীয়ত, দুই ভোটের সময়সীমা একই হবে, অর্থাৎ একই সময়ে দুই ভোট শুরু ও শেষ হবে। চতুর্থত, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য আলাদা দুটি ভিন্ন রঙের ব্যালটপেপার ও ব্যালটবক্স ব্যবহার করা হবে। পঞ্চমত, নির্বাচন সংশ্লিষ্ট সব কর্মকর্তা দুই ভোটের দায়িত্বে নিয়োজিত থাকবেন।

ষষ্ঠত, গণভোটে একটি প্রশ্ন থাকবে; সম্মতি থাকলে ভোটার ‘হ্যাঁ’ এবং না থাকলে ‘না’ চিহ্নিত করবেন। সপ্তমত, প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে গণভোটে অংশ নিতে পারবেন। অষ্টমত, একই সময়ে দুই ভোটের গণনা চলবে, যা জাতীয় নির্বাচনের ভোট গণনার পদ্ধতির মতোই সম্পন্ন হবে।

গণভোট অধ্যাদেশে বলা হয়েছে, জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ অনুযায়ী সংবিধান সংশোধনের বিষয়ে জনগণের সম্মতি যাচাই করার উদ্দেশ্যে গণভোটের বিধান প্রণয়ন করা হয়েছে। রাষ্ট্রপতির ক্ষমতাবলে জারি করা এ অধ্যাদেশ অবিলম্বে কার্যকর হবে।

এ অধ্যাদেশে ভোটকেন্দ্র, রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার ও ভোটার তালিকার বিষয়গুলো বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি, গণভোট গোপন ব্যালটের মাধ্যমে গ্রহণ করা হবে এবং ব্যালট ও ব্যালটবক্স নির্বাচনের জন্য সরবরাহকৃত ব্যালটপেপার ও বাক্স থেকে পৃথক ও ভিন্ন রঙের হবে।

এ সংবাদ অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে সমান্তরালভাবে অনুষ্ঠিত গণভোট জনগণের মতামত যাচাই এবং সংবিধান সংস্কারের বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে