ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
Sharenews24

১৬ ঘণ্টা পর নিভল কড়াইল বস্তির আগুন

২০২৫ নভেম্বর ২৬ ১২:২৯:১৬
১৬ ঘণ্টা পর নিভল কড়াইল বস্তির আগুন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ১৬ ঘণ্টা পর আগুন সম্পূর্ণভাবে নিভেছে। বুধবার সকাল সাড়ে ৯টায় আগুন নির্বাপণ শেষ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার সন্ধ্যা ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর একে একে ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস জানায়, তীব্র যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে প্রথমেই সময় লেগে যায়। এরপর সংকীর্ণ গলি থাকায় গাড়িগুলো অনেক দূরে রাখতে হয় এবং দীর্ঘ পাইপ টেনে পানি ছিটাতে হয়। প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টার পর রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনার খবর জানান ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম।

ফায়ার সার্ভিসের এক খুদে বার্তায় জানানো হয়, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে।

আগুনে কড়াইল বস্তির শত শত ঘর পুড়ে গেছে, প্রাথমিকভাবে দেড় হাজার ঘর ক্ষতিগ্রস্ত হওয়ার ধারণা করছে ফায়ার সার্ভিস। ফলে বস্তির বিপুলসংখ্যক মানুষ রাত কাটান খোলা আকাশের নিচে।

ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম বলেন, আগুন লাগার খবর পাওয়ার পর প্রথমে সাতটি ইউনিট পাঠানো হয়। আগুনের ভয়াবহতা বিবেচনায় তা বাড়িয়ে ১৯ ইউনিট করা হয়। কাছে পানির উৎস না থাকায় আগুন নেভাতে ব্যাপক বাধার মুখে পড়তে হয়; পরে পাশের খাল থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

বুধবার সকালে সরেজমিনে দেখা যায়, বস্তিবাসীরা নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়াদৌড়ি করছেন। অনেকে ঘরের মূল্যবান জিনিসপত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করেন, অনেকেই কিছুই রক্ষা করতে না পেরে কান্নায় ভেঙে পড়েন।

লাভলী বেগম নামের এক বাসিন্দা বলেন,“আমার সব পুইড়া শ্যাষ; কিচ্ছু নাই। সাত বছর এই বস্তিত থাকি। অনেক কষ্টে কিছু জিনিসপত্র কিনছিলাম—টিভি, ফ্রিজ—মাসে মাসে কিস্তি দিতাম।”

ফায়ার সার্ভিস বলছে, তদন্ত শেষে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানানো হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে