ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
Sharenews24

শেয়ারবাজারে শুরু হচ্ছে স্মার্ট সাবমিশন যুগের সূচনা

২০২৫ নভেম্বর ২৬ ১২:০১:০০
শেয়ারবাজারে শুরু হচ্ছে স্মার্ট সাবমিশন যুগের সূচনা

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারকে আধুনিকীকরণ এবং এর সামগ্রিক কার্যকারিতা বাড়ানোর লক্ষ্যে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) আজ থেকে ‘স্মার্ট সাবমিশন সিস্টেম’ (এসএসএস) চালু করতে যাচ্ছে। এই স্বয়ংক্রিয় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এখন থেকে তালিকাভুক্ত কোম্পানিগুলো তাদের সমস্ত নিয়ন্ত্রক ও কর্পোরেট ফাইল একটি একক, সমন্বিত প্ল্যাটফর্মে দাখিল করতে পারবে, যা ম্যানুয়াল হার্ড-কপি জমা দেওয়ার দীর্ঘ প্রক্রিয়াকে সম্পূর্ণরূপে বিলুপ্ত করবে।

এতদিন পর্যন্ত বিদ্যমান ব্যবস্থায়, তালিকাভুক্ত কোম্পানিগুলোকে নিয়ন্ত্রক সংক্রান্ত তথ্য আলাদাভাবে উভয় স্টক এক্সচেঞ্জে সশরীরে হার্ড-কপি আকারে জমা দিতে হতো। এর পাশাপাশি বোর্ড সভা অনুষ্ঠানের ৩০ মিনিটের মধ্যে ত্রৈমাসিক, বার্ষিক এবং আর্থিক বিষয়ের গুরুত্বপূর্ণ আপডেটগুলো ইমেল বা ফ্যাক্সের মাধ্যমেও পাঠাতে হতো। এই জটিল ও সময়সাপেক্ষ প্রক্রিয়া দূর করে এসএসএস-এর মূল লক্ষ্য হলো—পরিচালনগত দক্ষতা বৃদ্ধি করা, দ্রুত ও নির্ভুল তথ্য ছড়িয়ে দেওয়া, ডেটা সংক্রান্ত ঝুঁকি হ্রাস করা এবং সবমিলিয়ে বিনিয়োগকারীদের অভিজ্ঞতা উন্নত করা।

এই নতুন ডিজিটাল ব্যবস্থায়, প্রতিটি তালিকাভুক্ত প্রতিষ্ঠানকে এক্সচেঞ্জগুলোর পক্ষ থেকে একটি অনন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। এই আইডি ব্যবহার করেই তারা সিস্টেমে লগইন করে প্রয়োজনীয় সমস্ত নথি অনলাইনে জমা দিতে পারবে। যদি কোনো অতিরিক্ত নথির প্রয়োজন হয়, তবে এক্সচেঞ্জগুলো এই অনলাইন সিস্টেমের মাধ্যমেই কোম্পানির কাছে তা চাইবে।

উল্লেখ্য, ডিএসই অবশ্য ফেব্রুয়ারি ২০২৪-এ এককভাবে শুধুমাত্র মূল্য সংবেদনশীল তথ্যের জন্য একটি স্মার্ট ডেটা দাখিল সিস্টেম চালু করেছিল, তবে এখন সিএসই-ও এই অনলাইন সিস্টেমে যুক্ত হওয়ায় প্রক্রিয়াটি আরও সমন্বিত হলো।

এই নতুন সিস্টেম সম্পর্কে ডিএসই'র একজন কর্মকর্তা জানান, স্মার্ট সাবমিশন সিস্টেম চালু হওয়ায় এক্সচেঞ্জ এবং কোম্পানি উভয় পক্ষের জন্যই অযাচিত ঝামেলা কমবে। তিনি বলেন, বর্তমানে ম্যানুয়াল দাখিলের কারণে ডেটায় ভুল হওয়ার ঝুঁকি বাড়ত, যা এখন সম্পূর্ণরূপে দূর হবে। এর ফলে তথ্য আরও দ্রুত এবং নির্ভুলভাবে প্রবেশাধিকার সম্ভব হবে। এছাড়া, কোম্পানিগুলো সঠিক ও সময়মতো তথ্য সরবরাহ করছে কিনা, তা পর্যবেক্ষণ করা এক্সচেঞ্জের জন্য আরও সহজ হবে।

বিভিন্ন তালিকাভুক্ত কোম্পানির সচিবরা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং এটিকে সময়োপযোগী উদ্যোগ বলে মন্তব্য করেছেন। তারা জানান, পূর্ববর্তী ডিএসইর মূল্য সংবেদনশীল তথ্য দাখিলের প্ল্যাটফর্মটি ছিল বেশ জটিল ও ব্যয়বহুল, কারণ অনলাইনে দাখিল করার পরও হার্ড কপি জমা দিতে হতো।

প্রসঙ্গত, গত আগস্ট মাসে ডিএসই বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে এই এসএসএস-এর মাধ্যমে দাখিল প্রক্রিয়া স্বয়ংক্রিয় করার জন্য একটি প্রস্তাব জমা দিয়েছিল।

ওই চিঠিতে উল্লেখ করা হয়েছিল, মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) এবং কর্পোরেট প্রকাশনার ম্যানুয়াল ও ইমেল-ভিত্তিক প্রচার মানুষের ভুল, বিলম্ব এবং নথি হারানোর ঝুঁকি তৈরি করে। ভারত, শ্রীলঙ্কা এবং পাকিস্তানের আঞ্চলিক স্টক এক্সচেঞ্জগুলো ইতিমধ্যেই সম্পূর্ণ স্বয়ংক্রিয়, ইস্যুকারী-নেতৃত্বাধীন সিস্টেম ব্যবহার করছে। প্রাথমিকভাবে পিএসআই এবং গুরুত্বপূর্ণ প্রকাশনাগুলির মাধ্যমে এই নতুন পদ্ধতিটির বাস্তবায়ন শুরু হবে।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে