ঢাকা, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
Sharenews24

দেশে আসছে নতুন বিনিয়োগের স্রোতধারা

২০২৫ নভেম্বর ২১ ২১:৫৯:৪৩
দেশে আসছে নতুন বিনিয়োগের স্রোতধারা

নিজস্ব প্রতিবেদক: বিশিষ্টজনরা মন্তব্য করেছেন, একটি সুনিয়ন্ত্রিত ও অন্তর্ভুক্তিমূলক কমোডিটি ডেরিভেটিভস মার্কেট গড়ে উঠলে দেশে নতুন বিনিয়োগের একটি শক্তিশালী ধারা তৈরি হবে। তারা মনে করেন, চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) মাধ্যমে দেশে প্রথম কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠা করা দেশের শেয়ারবাজার ও সামগ্রিক অর্থনীতির জন্য একটি বড় অর্জন। তাদের মতে, বন্ড, কমোডিটিসহ নতুন প্রোডাক্টগুলো যত দ্রুত চালু হবে, অর্থনীতির ভিত্তি তত দ্রুত সুদৃঢ় হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে ‘ডিসকাশন অন লঞ্চিং কমোডিটি এক্সচেঞ্জ ইন বাংলাদেশ’ শীর্ষক এক মতবিনিময় সভায় এসব গুরুত্বপূর্ণ মতামত উঠে আসে। সিএসই’র আয়োজনে অনুষ্ঠিত এই সভার বিষয়ে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। দেশের শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানরা এতে অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক বাণিজ্যমন্ত্রী এবং সিএসই’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএসই’র সাবেক প্রেসিডেন্ট এমকেএম মহিউদ্দিন। সভায় সিএসই’র চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান, পরিচালক প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, ড. মাহমুদ হাসান, এম জুলফিকার হোসেন, মেজর (অব.) এমদাদুল ইসলাম, মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী সহ সিএসই’র সব ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভার মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার।

স্বাগত বক্তব্যে সিএসই’র চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান বলেন, কমোডিটি এক্সচেঞ্জ বাংলাদেশের জন্য সম্পূর্ণ নতুন ধারণা এবং শেয়ারবাজারের জন্য এটি নতুন একটি অ্যাসেট ক্লাস। দেশের কমোডিটি ইকোসিস্টেমে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে উঠলে উন্নত বাজারব্যবস্থা গঠন সহজ হবে। এতে সুনিয়ন্ত্রিত ও অন্তর্ভুক্তিমূলক কমোডিটি ডেরিভেটিভস মার্কেট গড়ে উঠবে, যা প্রাইস ডিসকভারি, হেজিং সুবিধা এবং নতুন বিনিয়োগের সুযোগ তৈরি করবে। এটি প্রাতিষ্ঠানিক ও সাধারণ বিনিয়োগকারী—উভয় পক্ষের জন্যই হবে অত্যন্ত ইতিবাচক। তিনি সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের শেয়ারবাজার এখনও তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। ব্যাংকগুলো স্বল্পমেয়াদি ঋণ নিয়ে দীর্ঘমেয়াদি ঋণ প্রদান করে, অথচ শেয়ারবাজারই দীর্ঘমেয়াদি বিনিয়োগের মূল ক্ষেত্র। কিন্তু সেখানে আশানুরূপ সাড়া পাওয়া যাচ্ছে না। তিনি বলেন, অর্থনৈতিক গতিশীলতা বাড়াতে মার্কেটে প্রোডাক্ট ডাইভারসিফিকেশন আনা জরুরি। তিনি আরও বলেন, ফ্রন্টিয়ার মার্কেট থেকে এমার্জিং মার্কেটে যাওয়ার পথ সুগম করতে নতুন প্রোডাক্ট চালুর বিকল্প নেই। বন্ড, কমোডিটিসহ নতুন সব প্রোডাক্ট যত দ্রুত চালু হবে, অর্থনীতি তত দ্রুত শক্তিশালী হবে। ব্যাংক থেকে আসা প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, "সিএসই যে নতুন মার্কেট তৈরি করছে, সেখানে আপনাদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। এখানে বিনিয়োগ করলে তা হবে ব্যাংকের ব্যালান্স শিটের একটি নতুন উইন্ডো।”

আমির খসরু আরও উল্লেখ করেন, দেশের বাইরে থাকা অনেক বাংলাদেশি দেশে নতুন বিনিয়োগ করতে আগ্রহী। তাই নতুন উদ্যোগ ও নতুন বাজার তৈরির ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে উদ্যোগী হতে হবে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে