ঢাকা, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
Sharenews24

যে কথা বলতে গিয়ে আল্লাহ ৭ বার শপথ করেছেন!

২০২৫ নভেম্বর ১৯ ১৬:৫৬:৫০
যে কথা বলতে গিয়ে আল্লাহ ৭ বার শপথ করেছেন!

নিজস্ব প্রতিবেদক : কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বিভিন্ন জায়গায় তাঁর সৃষ্টি বিষয়ক বস্তুর নামে শপথ করেছেন। এটি বান্দাদের কাছে কোনো বিষয় কতটা গুরুত্বপূর্ণ তা বোঝানোর জন্য। সাধারণত কোরআনের বিভিন্ন আয়াতে একবার বা দু’বার শপথের উদাহরণ পাওয়া যায়, কিন্তু একটি আয়াতে আল্লাহ সাতবার শপথ করেছেন।

এই অনন্য ঘটনা ঘটেছে ত্রিশ নম্বর পারা, সুরা শামসে। সুরার শুরুতেই আল্লাহ তাঁর সৃষ্টিজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাতটি বস্তুর নামে শপথ করে, এবং এর পর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করেন।

শপথ করা সাতটি সৃষ্টি হলো:

সূর্য এবং তার কিরণ

চাঁদ, যখন তা সূর্যের পর আবির্ভূত হয়

দিন, যখন সে সূর্যকে প্রকাশ করে

রাত, যখন সে সূর্যকে আচ্ছাদিত করে

আসমান, এবং যিনি তা নির্মাণ করেছেন

জমিন, এবং যিনি তা বিস্তৃত করেছেন

নফস (মানুষ), এবং যিনি তাকে সুবিন্যস্ত করেছেন

এই সাতবার শপথের পর আল্লাহ তায়ালা বলেছেন:

“এই পৃথিবীতে আল্লাহর সৃষ্টি জগতের ভেতরে সফল-স্বার্থক জীবন সাধনে সিদ্ধ একমাত্র সেই ব্যক্তি, যে নিজেকে সংশোধন করতে পেরেছে। আর সে-ই ব্যর্থ হয়েছে, যে নিজেকে কলুষিত করেছে।”

অর্থাৎ, আত্মশুদ্ধি বা আত্মসংশোধনই জীবনে সাফল্যের মূল চাবিকাঠি। যে ব্যক্তি নিজের ভুল ও দোষত্রুটি থেকে মুক্ত হয়ে নিজেকে খাঁটি ও ন্যায়পরায়ণ বানায়, সে সফল। আর যে ব্যক্তি নিজেকে সংশোধন করতে ব্যর্থ হয়, সে দুনিয়া ও আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়।

সুতরাং, মুমিনদের জন্য এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করে। আল্লাহর বার্তায় স্পষ্ট যে, জীবনের সব চাওয়া-পাওয়া বা অর্জনের চেয়ে আত্মসংশোধন সবচেয়ে বড় প্রাপ্য।

দোয়া: আল্লাহ আমাদের সকলকে আত্মসংশোধনের তাওফিক দান করুন। আমিন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর



রে