ঢাকা, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
Sharenews24

আসামির বক্তব্য প্রচারের ব্যাখ্যা দিলেন আরএমপি কমিশনার

২০২৫ নভেম্বর ১৯ ১৬:১৩:২২
আসামির বক্তব্য প্রচারের ব্যাখ্যা দিলেন আরএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান আদালতে ব্যাখ্যা দিয়েছেন যে, পুলিশ হেফাজতে থাকা আসামি লিমন মিয়ার বক্তব্য মিডিয়ায় প্রচার হওয়া তাদের নিয়ন্ত্রণের বাইরে ঘটেছে।

বুধবার (১৯ নভেম্বর) সকাল ৯:৩০ টার দিকে তিনি অফিসিয়াল প্রটোকল ছাড়াই সাদা পোশাকে প্রাইভেটকারে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালত, রাজপাড়া-তে উপস্থিত হন।

আরএমপি কমিশনারের আইনজীবী অ্যাডভোকেট জমশেদ আলী জানান, পুলিশ হেফাজতে থাকা অবস্থায় একজন সাংবাদিক অভিযুক্ত লিমন মিয়ার বক্তব্য ক্যামেরায় ধারণ করে তা প্রচার করেছেন, যা করা সম্ভব নয়। আদালত বিষয়টি জানতে আরএমপি কমিশনারকে তলব করেছিলেন।

আদালতে কমিশনার লিখিত জবাব প্রদান করে জানিয়েছেন, ঘটনায় দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে দাপ্তরিক ব্যবস্থা নেওয়া হয়েছে।রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে কয়েকজন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কমিশনার আদালতের চলমান বিবিধ মামলাগুলো থেকে অব্যাহতির জন্যও আবেদন করেন। বিচারক আশিকুর রহমান আগামী ১ ডিসেম্বর আদেশের জন্য দিন ধার্য করেছেন।

গত ১৩ নভেম্বর রাজপাড়া থানার ডাবতলা এলাকায় বিচারকের ভাড়া ফ্ল্যাটে অভিযুক্ত লিমন মিয়া প্রবেশ করে তার সন্তান তাওসিফ রহমানকে ধারালো ছুরি দিয়ে হত্যা করে। এছাড়া তার স্ত্রী তাসমিন নাহার লুসিকে গুরুতর জখম করে।

অভিযুক্ত লিমন মিয়াকে পুলিশ আটক করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হেফাজতে থাকা অবস্থায় তার মিডিয়ায় বক্তব্য প্রদান সুপ্রিম কোর্টের নির্দেশনার লঙ্ঘন করেছে। এ কারণে ১৫ নভেম্বর কমিশনারকে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছিল।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে