ঢাকা, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
Sharenews24

পতনের সাগর পেরিয়ে উত্থানের ঢেউ শেয়ারবাজারে

২০২৫ নভেম্বর ১৯ ১৫:২৩:২৪
পতনের সাগর পেরিয়ে উত্থানের ঢেউ শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ পতনের ধাক্কা সামলে ফের চাঙা হয়ে উঠছে দেশের শেয়ারবাজার। টানা চার কর্মদিবস ধরে উত্থানের ফলে বাজারে নতুন করে আশার সঞ্চার হয়েছে বিনিয়োগকারীদের মধ্যে। গত ১৩ নভেম্বর ডিএসইর প্রধান সূচক ছিল ৪ হাজার ৭০২ পয়েন্ট। আজ তা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯০১ পয়েন্টে। চার দিনে সূচক বেড়েছে ১৯৯ পয়েন্ট। এই সময়ে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১১ হাজার ৪২৩ কোটি টাকা।

বিনিয়োগকারীরা বলছেন, টানা দরপতনের সময় তারা বিপুল লোকসানে পড়েছিলেন। এখন বাজার ঘুরে দাঁড়ানোয় তারা শেয়ার বিক্রি করছেন না। তাদের প্রত্যাশা—এই উত্থান যদি অব্যাহত থাকে, তবে লোকসান কাটিয়ে মুনাফায় ফিরতে পারবেন। সে কারণেই সূচক বাড়লেও লেনদেন তুলনামূলক কম রয়েছে।

বুধবারের বাজার পর্যালোচনা

আজ সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৫৪.৪৯ পয়েন্ট। সূচক এখন ৪ হাজার ৯০১.৩৭ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বেড়েছে ১১.৭৪ পয়েন্ট এবং দাঁড়িয়েছে ১ হাজার ২৯.৪০ পয়েন্টে; ডিএসই–৩০ সূচক বেড়েছে ৩.৬৬ পয়েন্ট, যা এখন ১ হাজার ৮৯৩.৪৩ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৭৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৩১০টির দর বেড়েছে, মাত্র ৩৬টির কমেছে এবং ৩০টির দর অপরিবর্তিত রয়েছে। তবে লেনদেনের অঙ্ক কম। আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৪২০ কোটি ৫৫ লাখ টাকার, যা আগের দিনের তুলনায় ৫৪ কোটি ৯৮ লাখ টাকা কম।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৯ কোটি ৪২ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন ছিল ১১ কোটি ১৩ লাখ টাকা। সিএসইতে আজ লেনদেন হওয়া ১৬০টির মধ্যে দর বেড়েছে ১২৮টির, কমেছে ২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩০.৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৫৭.১০ পয়েন্টে। আগের দিনও এ সূচক বেড়েছিল ১৬৬.১৭ পয়েন্ট।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে