ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
Sharenews24

চাপ কমে ফিরছে স্বস্তি, দুই বাজারেই প্রাণচাঞ্চল্য

২০২৫ নভেম্বর ১৭ ১৪:৫৩:৪৪
চাপ কমে ফিরছে স্বস্তি, দুই বাজারেই প্রাণচাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক :ধারাবাহিক দরপতনের কারণে সৃষ্ট দীর্ঘদিনের আতঙ্ক কাটিয়ে শেয়ারবাজারে অবশেষে স্বস্তির হাওয়া বইতে শুরু করেছে। গত কয়েক সপ্তাহের টানা পতন বিনিয়োগকারীদের মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল। তবে প্রাতিষ্ঠানিক অসন্তোষ ও বাজারের অস্থিরতার বিরুদ্ধে বিনিয়োগকারীদের সোচ্চার ভূমিকা পরিস্থিতিকে নতুন মোড় দেয়। রবিবার নিয়ন্ত্রক সংস্থার কার্যালয়ের সামনে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে বাজার স্থিতিশীলতার দাবি জানান বিভিন্ন বিনিয়োগকারী সংগঠন। তাদের এই শক্তিশালী অবস্থান বাজারে নতুন করে আস্থা তৈরিতে ভূমিকা রাখে।

আন্দোলনের সরাসরি প্রভাবেই আগের দিন রোববার সূচকে বড় উত্থান দেখা যায়, যা টানা পতনের ধারা ভেঙে বাজারকে আবারও ইতিবাচক পথে ফিরিয়ে আনে। বিশেষজ্ঞরা বলছেন, বিনিয়োগকারীদের ঐক্যবদ্ধ অবস্থান বাজারে আত্মবিশ্বাস বাড়িয়েছে, আর তা স্বল্প সময়েই সূচকে ইতিবাচক প্রতিফলন ফেলেছে। এ পরিস্থিতি বাজারের অভ্যন্তরে থাকা চাপ কমিয়েছে এবং লেনদেনেও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

এরই ধারাবাহিকতায় সোমবার (১৭ নভেম্বর) দিনের লেনদেন শেষে ডিএসই ও সিএসই—উভয় বাজারেই সব সূচক উত্থান নিয়ে বন্ধ হয়েছে। দিনব্যাপী বাজারে বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণ ছিল লক্ষণীয়। বাজারের পুনরুদ্ধার দেখে বেশিরভাগ বিনিয়োগকারী সন্তোষ প্রকাশ করেছেন। তাদের প্রত্যাশা—আগামী দিনগুলোতেও যাতে এই স্থিতিশীলতা বজায় থাকে এবং বাজার আবারও স্বাভাবিক গতিতে এগিয়ে যায়। বিনিয়োগকারীদের বিশ্বাস, পতনের বিরুদ্ধে সংগঠনগুলোর সক্রিয় ও ইতিবাচক ভূমিকা ভবিষ্যতেও বাজারকে সহায়তা করবে।

সোমবারের বাজার পর্যালোচনা

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪২.৮০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৭৪.৯৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস ১৫.২৯ পয়েন্ট বেড়ে হয়েছে এক হাজার ০.৪২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৯.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৬৯.৯০ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৩৭৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৩২২টির দর বেড়েছে, ৩৫টির কমেছে এবং ১৬টির দর অপরিবর্তিত ছিল। বাজারে লেনদেন হয়েছে ৩৪৮ কোটি ৫ লাখ টাকার, যা আগের দিনের ২৯৮ কোটি ১০ লাখ টাকার তুলনায় ৪৯ কোটি ৯৫ লাখ টাকা বেশি।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৪ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিনে এ লেনদেন ছিল ৪ কোটি ৭৬ লাখ টাকা। সিএসইতে আজ ১৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার-ইউনিট ক্রয়-বিক্রয় হয়েছে, যার মধ্যে ১০০টির দর বেড়েছে, কমেছে ৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির।

দিন শেষে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬১.৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৮৮.৫৬ পয়েন্টে। আগেরদিন এই সূচক কমেছিল ৭৪.৩৭ পয়েন্ট।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে