ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
Sharenews24

সৌদি আরবে ওষুধ নিয়ে প্রবেশের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি

২০২৫ নভেম্বর ১১ ১১:৩৪:৫২
সৌদি আরবে ওষুধ নিয়ে প্রবেশের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে প্রবেশে ঔষধ বহনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে সে দেশের স্বাস্থ্য ও নিরাপত্তা সংস্থা। গত ১লা নভেম্বর থেকে যেসব ঔষধে অ্যালকোহল বা নিষিদ্ধ উপাদান রয়েছে, সেগুলো সাথে রাখতে হলে চিকিৎসকের প্রেসক্রিপশন ও সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটির (SFDA) অনুমতি বাধ্যতামূলক। এই অনুমতি অনলাইনে নিতে হবে এবং প্রবেশের সময় অনুমতিপত্রের কপি সাথে রাখতে হবে। অন্যথায়, মাদকদ্রব্য বহনের অভিযোগে জরিমানা, আটক বা আইনি জটিলতায় পড়তে পারেন প্রবাসীরা।

বিশেষজ্ঞরা বলছেন, ভ্রমণের আগে যেসব ঔষধ নেওয়া হচ্ছে, সেগুলো সৌদি সরকারের নিষিদ্ধ তালিকায় আছে কিনা, তা ভালোভাবে যাচাই করা জরুরি। সৌদি এফডিএ-এর অনুমতি ছাড়া কেউ কোনো কিছু আনলে জরিমানা ও অন্যান্য শাস্তি হতে পারে। কারণ সৌদি আরবে সবকিছু পাওয়া যায় এবং পুরানদের ইনস্যুরেন্সসহ সকল প্রয়োজনীয় জিনিসপত্র ইনস্যুরেন্সে পাওয়া যায়। সৌদি আইন যারা অমান্য করবে, তারা জেল, জরিমানা ও অন্যান্য শাস্তি ভোগ করবে।

বাংলাদেশ থেকে প্রবাসীরা সাধারণত ঘুমের ঔষধ, যেমন- Clonazepams (ক্লোনাজিপাম), Tramadol 50mg (ট্রামাডল ৫০ মিলিগ্রাম) বা Alprazolam (আলপ্রাজোলাম) জাতীয় ঔষধ বহন করে থাকেন। কিন্তু এসব ঔষধ সৌদি আইনে মাদকদ্রব্য হিসেবে তালিকাভুক্ত, তাই এগুলো সঙ্গে নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।

বিশেষজ্ঞরা আরও বলছেন, কেউ যদি ভুলবশত এই ঔষধ নিয়ে আটক হন, তাহলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, সৌদি দূতাবাস ও সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সত্যায়িত প্রেসক্রিপশন জমা দিয়ে পুনরায় অনুমোদন নিতে হবে। এরপর লাইসেন্সধারী অনুবাদ কেন্দ্রের মাধ্যমে অনুবাদ করে তা সৌদি কোর্টে দাখিল করতে হবে। এটি একটি দীর্ঘ ও জটিল প্রক্রিয়া। তাই প্রবাসীদের এই নিয়মগুলো মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে