ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
Sharenews24

স্বর্ণের দাম হঠাৎ বেড়ে দুই সপ্তাহের সর্বোচ্চে

২০২৫ নভেম্বর ১১ ১০:৫৯:০৮
স্বর্ণের দাম হঠাৎ বেড়ে দুই সপ্তাহের সর্বোচ্চে

নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে স্বর্ণের দাম দুই সপ্তাহের সর্বোচ্চে উঠেছে। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাওয়ার আশঙ্কা এবং ফেডারেল রিজার্ভ (ফেড) আগামী মাসে সুদের হার কমাতে পারে—এমন প্রত্যাশার ফলেই স্বর্ণের এই দাম বৃদ্ধি পেয়েছে। খবর—রয়টার্স।

সোমবার (১০ নভেম্বর) স্পট মার্কেটে স্বর্ণের দাম আউন্সপ্রতি ৪,০৭৯ ডলার ৪৯ সেন্টে পৌঁছায়—যা আগের দিনের তুলনায় প্রায় ২% বেশি এবং গত ২৭ অক্টোবরের পর সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে ডিসেম্বরে সরবরাহের জন্য স্বর্ণের দাম দাঁড়ায় ৪,০৮৭ ডলার ৮০ সেন্টে। একই দিনে ডলারের মান কমেছে ০.১%।

রিলায়েন্স সিকিউরিটিজের সিনিয়র বিশ্লেষক জিগার ত্রিবেদী বলেন, “ডলারের দরপতন, ভূরাজনৈতিক উত্তেজনা ও নিরাপদ বিনিয়োগের চাহিদা বৃদ্ধিই স্বর্ণের দাম বাড়ার মূল কারণ।”

সম্প্রতি যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান হ্রাস, প্রতিষ্ঠানগুলোর ব্যয় সংকোচন এবং এআই প্রযুক্তির কারণে কর্মী ছাঁটাইয়ের প্রবণতা বেড়েছে। এতে ভোক্তা আস্থা নেমে গেছে সাড়ে তিন বছরের সর্বনিম্নে। পাশাপাশি দীর্ঘস্থায়ী সরকারি অচলাবস্থা বা “শাটডাউন” অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে।

যদিও মার্কিন সিনেট শাটডাউন সমাধানে কিছু অগ্রগতি দেখিয়েছে, তবে অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হ্যাসেট সতর্ক করেছেন—অচলাবস্থা অব্যাহত থাকলে চলতি প্রান্তিকে প্রবৃদ্ধি নেতিবাচক হতে পারে।

এমন প্রেক্ষাপটে বিশ্লেষকরা ডিসেম্বরে ফেডের সুদহার কমানোর সম্ভাবনা ৬৫% ধরে নিচ্ছেন। জিগার ত্রিবেদীর মতে, স্বর্ণের দাম বাড়তে বাড়তে ৪,১২০–৪,১৩০ ডলার পর্যন্ত যেতে পারে।

সেই সঙ্গে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়াম—এই তিন ধাতুর দামও বেড়েছে।

রুপা: আউন্সপ্রতি ৪৯.৯১ ডলার (৩.৩% বৃদ্ধি)

প্লাটিনাম: ১,৫৭৬ ডলার ২৫ সেন্ট

প্যালাডিয়াম: ১,৪০৩ ডলার ৬৩ সেন্ট

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে