ঢাকা, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
Sharenews24

লাইসেন্সের জন্য সম্মতিপত্র পেল সম্মিলিত ইসলামী ব্যাংক

২০২৫ নভেম্বর ১০ ১১:১০:২৮
লাইসেন্সের জন্য সম্মতিপত্র পেল সম্মিলিত ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: সমস্যায় থাকা পাঁচটি ব্যাংক একীভূত করে একটি বৃহৎ ইসলামি ব্যাংক গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন ব্যাংকের নাম হবে সম্মিলিত ইসলামী ব্যাংক। কার্যক্রম শুরু করতে এই ব্যাংকের জন্য কেন্দ্রীয় ব্যাংক প্রাথমিক সম্মতিপত্র (এলওআই বা লেটার অব ইনটেন্ট) প্রদান করেছে। বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত প্রক্রিয়া শেষ হলে ব্যাংকটি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করতে পারবে।

রোববার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ ভার্চুয়ালি এই অনুমোদন প্রদান করেন। একই দিন বিকেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেন। এর আগে গত বুধবার অর্থ মন্ত্রণালয় সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ব্যাংকে আবেদন জমা দেয়।

নতুন ব্যাংকের সাত সদস্যের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হবেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক। অন্যান্য সদস্যরা হলেন:

অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার,

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব এম সাইফুল্লাহ পান্না,

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন,

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী,

অর্থ বিভাগের যুগ্ম সচিব রাশেদুল আমিন,

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব শেখ ফরিদ।

একীভূত হওয়া পাঁচটি ব্যাংক হলো:ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক (SIBL), এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক।

এগুলোর পরিচালনা পর্ষদ ইতোমধ্যেই বিলুপ্ত ঘোষণা করা হয়েছে এবং ব্যবস্থাপনা পরিচালকরা পদত্যাগ করেছেন। বাংলাদেশ ব্যাংকের নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা ব্যাংকগুলোর দায়িত্ব গ্রহণ করেছেন। তারা ব্যাংকগুলো একীভূত করে নতুন ব্যাংক গঠনের প্রক্রিয়া সম্পন্ন করবেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে