ঢাকা, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
Sharenews24

ব্যাংক ম্যানেজারের প্রতারণা দেখে হতবাক তদন্ত দল

২০২৫ নভেম্বর ০৬ ১৬:৩৫:১২
ব্যাংক ম্যানেজারের প্রতারণা দেখে হতবাক তদন্ত দল

নিজস্ব প্রতিবেদক: জনতা ব্যাংক পিএলসির পাবনার বনগ্রাম বাজার শাখার ব্যবস্থাপক হেমায়েত করিমের বিরুদ্ধে ৭ কোটি ৮২ লাখ ৮৫ হাজার ৮০৪ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৫ নভেম্বর) দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মমিন উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৩ জুলাই থেকে ২০২৪ সালের ১৫ অক্টোবর পর্যন্ত বনগ্রাম বাজার শাখায় ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালনকালে হেমায়েত করিম ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়মের মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ করেন।

তিনি গ্রাহকদের সই জাল করা, গ্রাহকের অজান্তে নতুন চেকবই ইস্যু করা, নগদ ও বদলি ভাউচার তৈরি করে ব্যাংকিং সফটওয়্যারে লেনদেন সম্পন্ন করার মতো কার্যক্রমে যুক্ত ছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া অনুমোদিত ঋণের টাকা প্রকৃত গ্রাহকদের না দিয়ে নিজেই গ্রহণ করেন বলে অভিযোগে বলা হয়েছে।

দুদকের মামলায় উল্লেখ করা হয়েছে, এসব অনিয়মের মাধ্যমে হেমায়েত করিম মোট ৭ কোটি ৮২ লাখ ৮৫ হাজার ৮০৪ টাকা আত্মসাৎ করেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে