ঢাকা, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
Sharenews24

জামিন পেলেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

২০২৫ নভেম্বর ০৬ ১৪:০৪:২৯
জামিন পেলেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামিন পেয়েছেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

লতিফ সিদ্দিকীর আইনজীবী জেড আই খান পান্না জানান, এই আদেশের ফলে তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই। রাষ্ট্রপক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইব্রাহিম খলিল ও আল আমিন হোসেন।

এর আগে, গত ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনা সভায় ‘মব হামলার’ ঘটনার পর লতিফ সিদ্দিকীসহ ১৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে শাহবাগ থানায় সন্ত্রাস দমন আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়। পরদিন (২৯ আগস্ট) আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠন মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি বন্ধে কার্যক্রম শুরু করে। ৫ আগস্ট সংগঠনটির আত্মপ্রকাশের পর ২৮ আগস্ট গোলটেবিল বৈঠকে হামলার ঘটনাকে কেন্দ্র করেই এই মামলা দায়ের করা হয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে