ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
Sharenews24

পদত্যাগ করছেন সালাহউদ্দিন

২০২৫ নভেম্বর ০৫ ০৯:৫৬:৩০
পদত্যাগ করছেন সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন। জানা গেছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে পদত্যাগপত্র জমা দেবেন।

সালাহউদ্দিনের বর্তমান চুক্তি ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত থাকলেও, ধারণা করা হচ্ছে আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজই তার শেষ দায়িত্ব হতে যাচ্ছে। তিনি বুধবার (৫ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবেন বলে বিসিবি সূত্রে জানা গেছে।

গত বছর নভেম্বর মাসে তিনি আবারও বিসিবির কোচিং সেটআপে যোগ দেন। প্রায় দুই দশকের কোচিং অভিজ্ঞতা নিয়ে সালাহউদ্দিন ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত জাতীয় দলের সহকারী ও ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে ২০১০–২০১১ সালে বিসিবি ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে স্পেশালিস্ট কোচ হিসেবে কাজ করেন।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও ক্রিকেট অস্ট্রেলিয়া লেভেল–৩ কোচিং স্বীকৃতিপ্রাপ্ত সালাহউদ্দিনকে বাংলাদেশের সবচেয়ে সফল দেশীয় কোচদের একজন হিসেবে বিবেচনা করা হয়। তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে একাধিক দলকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে