ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
Sharenews24

নির্বাচন নিয়ে ডা. শফিকুর রহমানের মন্তব্যে নতুন জল্পনা

২০২৫ নভেম্বর ০৪ ০৯:২৬:৫১
নির্বাচন নিয়ে ডা. শফিকুর রহমানের মন্তব্যে নতুন জল্পনা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করার বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “সময়মতো আমরা চূড়ান্ত তালিকা জানিয়ে দেব।”

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে বিদেশ সফর শেষে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

বিএনপি সোমবার (৩ নভেম্বর) ২৩৭টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে— এমন প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, “বিএনপি যে তালিকা প্রকাশ করেছে, সেটিও চূড়ান্ত নয় বলে তারা নিজেরাই জানিয়েছে। তাদের ঘোষিত প্রার্থীদের মধ্যেও পরিবর্তন আসতে পারে।”

জামায়াতের প্রার্থী তালিকা প্রসঙ্গে তিনি বলেন,“এক বছর আগে আমরা আঞ্চলিকভাবে প্রাথমিক তালিকা দিয়েছিলাম। এখন সবদিক বিবেচনা করে যথাসময়ে চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে।”

জামায়াত ইসলামী এককভাবে নির্বাচনে অংশ নিচ্ছে কি না— জানতে চাইলে ডা. শফিকুর রহমান বলেন,“জামায়াতে ইসলামী একা নির্বাচন করবে না। দেশ ও জাতির স্বার্থে আমরা আরও অনেককে ধারণ করব। সবদিক বিবেচনা করে চূড়ান্ত প্রার্থী তালিকা জানানো হবে।”

নিজের পুনর্নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন,“আমি ব্যক্তিগতভাবে নির্বাচিত হইনি; বরং আমার সহকর্মীরা আমাকে একটি দায়িত্ব দিয়েছেন। বিদেশে যেখানেই গিয়েছি, দেশ ও দেশের স্বার্থের কথা বলেছি এবং সর্বত্র ইতিবাচক সাড়া পেয়েছি।”

প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির উদ্যোগের প্রশংসা করে জামায়াতের আমির বলেন,“সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই— এবারই প্রথম প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সফটওয়্যার সমস্যার কারণে অনেকেই নিবন্ধন করতে পারেননি।”

তিনি নির্বাচন কমিশনের কাছে দাবি জানান—“প্রবাসীদের নিবন্ধনের সময়সীমা কমপক্ষে আরও ১৫ দিন বাড়ানো হোক। যেসব শর্ত যুক্ত করা হয়েছে, সেগুলো শিথিল করা দরকার। একজন নাগরিকের এনআইডি ও বৈধ পাসপোর্ট থাকলেই তা প্রমাণের জন্য যথেষ্ট।”

ডা. শফিকুর রহমান আরও বলেন,“জাতীয় সংসদ ও সরকার পরিচালনায় ভবিষ্যতে প্রবাসীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এটা আমাদের দীর্ঘদিনের স্বপ্ন— ইনশাআল্লাহ সেটি বাস্তবায়িত হবে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে