ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
Sharenews24

প্রাণ বাঁচাতেই শিশু তাছিনের সাথে এই নির্দয় আচরণ!

২০২৫ নভেম্বর ০৪ ০৯:১৪:০১
প্রাণ বাঁচাতেই শিশু তাছিনের সাথে এই নির্দয় আচরণ!

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার দশাল এলাকার পাঁচ বছর বয়সী আবু তাহসিনকে তার জীবন বাঁচাতে দিনের পর দিন ঘরের বারান্দায় হাত-পা বেঁধে রাখা হয়। তার বাবা-মা জানান, বাঁধন খুলে দিলে তাহসিন নিজের শরীরে নিজেই আঘাত করে ক্ষতবিক্ষত করে ফেলে, যা তার জীবনের জন্য হুমকি হতে পারে। এমন পরিস্থিতিতে তার জীবন কাটছে চরম অনিশ্চয়তায়।

তাহসিনের মা তাসলিমা বেগম জানান, তাহসিন এতো হিংস্রভাবে নিজেকে আঘাত করে যে তার মৃত্যুও ঘটতে পারে। এই কারণে তাকে দুই হাত-পা বেঁধে রাখতে হয়, নইলে হাত-পা কামড়ে নিজের দেহ থেকে রক্ত বের করে ফেলে এবং ছিঁড়ে ফেলে। একবার সে পানির ভেতরে পড়ে গিয়েছিল এবং আল্লাহর রহমতে বেঁচে যায়। তাহসিনের বাবা সুজন মিয়া পেশায় রিকশাচালক এবং মা তাসলিমা বেগম গার্মেন্টস কর্মী। টাকার অভাবে তারা তাদের একমাত্র ছেলের সুচিকিৎসা করাতে পারছেন না।

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তানজিরুল ইসলাম জানিয়েছেন যে, তাহসিনের বয়সের সঙ্গে মানসিক বিকাশ না হওয়ার ফলেই এই অবস্থার সৃষ্টি হয়েছে। তার মতে, তাহসিনের মানসিক বিকাশজনিত সমস্যা এবং মস্তিষ্কের সমস্যা রয়েছে, যার জন্য দীর্ঘমেয়াদী এবং তত্ত্বাবধানমূলক চিকিৎসার প্রয়োজন। ডাক্তার পরামর্শ দিয়েছেন যে, কোনো ভালো প্রতিষ্ঠানে ভর্তি রেখে চিকিৎসা করা গেলে ধীরে ধীরে তাহসিনের স্বাভাবিক জীবনে ফিরে আসা সম্ভব হতে পারে।

তাহসিনের প্রতিবেশীরাও এই ফুটফুটে শিশুটির কষ্ট দেখে মর্মাহত। তারা প্রতিদিন তাহসিনকে নিজের সাথেই লড়তে দেখেন এবং সরকারের কাছে উন্নত চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন। তারা মনে করেন, সমাজের সহানুভূতি ও সহায়তা তাহসিনের হারানো শৈশব ফিরিয়ে দিতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে