ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
Sharenews24

সিএসই–৫০ সূচক পুনর্গঠন: তিনটি যোগ, তিনটি বাদ

২০২৫ নভেম্বর ০৪ ০০:১৭:১৬
সিএসই–৫০ সূচক পুনর্গঠন: তিনটি যোগ, তিনটি বাদ

নিজস্ব প্রতিবেদক: দেশের দ্বিতীয় স্টক এক্সচেঞ্জ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) তাদের গুরুত্বপূর্ণ সিএসই-৫০ সূচক পুনর্গঠন করেছে। তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরম্যান্স বিবেচনা করে সিএসই নিয়মিতভাবে এই সূচকটি সমন্বয় করে থাকে। এবার এই সূচক থেকে তিনটি কোম্পানি বাদ পড়েছে, আর নতুন করে যুক্ত হয়েছে আরও তিনটি প্রভাবশালী কোম্পানি।

সোমবার (৩ নভেম্বর) সিএসই থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, এই সমন্বিত নতুন সূচকটি আগামী ১১ নভেম্বর থেকে কার্যকর হবে।

নতুন করে সিএসই–৫০ সূচকে যুক্ত হওয়া কোম্পানিগুলো হলো—বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি, মারিকো বাংলাদেশ লিমিটেড এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি।

অন্যদিকে, সূচক থেকে বাদ পড়া কোম্পানিগুলো হলো—এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি (এক্সিম ব্যাংক), ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি এবং সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি।

সিএসই–৫০ সূচকটি মূলত শেয়ারবাজারের সবচেয়ে সক্রিয়, স্থিতিশীল ও প্রভাবশালী কোম্পানিগুলোর পারফরম্যান্স প্রতিফলিত করে, যা বিনিয়োগকারীদের কাছে বাজারের সার্বিক গতিপ্রবাহ বোঝার অন্যতম সূচক হিসেবে বিবেচিত।

সিএসই–৫০ ইনডেক্সে অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর সম্মিলিত মূলধন বাজারের মোট নিবন্ধিত কোম্পানিগুলোর মূলধনের প্রায় ৭২.৭৪ শতাংশ, ফ্রি–ফ্লোট বাজার মূলধনের ৭০.৯৮ শতাংশ এবং বিগত ছয় মাসের (৩০ জুন ২০২৫ পর্যন্ত) গড় দৈনিক লেনদেনের ৪৯.১২ শতাংশ প্রতিনিধিত্ব করে।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে