ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
Sharenews24

যমুনা ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন মো. বেলাল হোসেন

২০২৫ অক্টোবর ৩০ ১৮:১৮:০৯
যমুনা ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন মো. বেলাল হোসেন

নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক যমুনা ব্যাংক পিএলসি–র নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক মো. বেলাল হোসেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

যমুনা ব্যাংকের ওয়েবসাইটের তথ্যমতে, মো. বেলাল হোসেন ১৯৫৬ সালে নওগাঁ জেলায় জন্মগ্রহণ করেন। তার পরিবার বহুদিন ধরে ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত এবং দেশ-বিদেশে তাদের রয়েছে সুনাম। পরিবারের মালিকানাধীন বৃহৎ আমদানিকারক প্রতিষ্ঠান ছাড়াও তার নেতৃত্বে রয়েছে নানা ক্ষুদ্র ও বৃহৎ খাদ্যশস্য শিল্প।

বর্তমানে তিনি বেলকন কোম্পানি প্রাইভেট লিমিটেড, বিএইচ হাইটেক ফুড ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, নাদিয়া ফুড অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড এবং বিএইচ স্পেশালাইজড কোল্ডস্টোরেজ প্রাইভেট লিমিটেড–এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া তিনি নওগাঁ, দিনাজপুর ও হিলি অঞ্চলের বিভিন্ন ক্রীড়া ও ব্যবসায়ী সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত।

২০০৪ সালে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতির কাছ থেকে অতীশ দীপঙ্কর গবেষণা পরিষদের এডিজিপি ফেলো মেম্বারশিপ সম্মাননা লাভ করেন এবং ২০০৫ সালে এফএনএস বিজনেস অ্যাওয়ার্ডে সেরা কৃষিভিত্তিক শিল্প উদ্যোক্তা হিসেবে স্বীকৃতি পান।

তিনি আরও নওগাঁ রাইস মার্চেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ অটো মেজর ও হাসকিং মিল মালিক সমিতির কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে