ঢাকা, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
Sharenews24

পরীক্ষা নাকি লটারি এবার স্কুলে ভর্তির পদ্ধতি নিয়ে বড় ঘোষণা

২০২৫ অক্টোবর ২৯ ১০:৫৩:০৮
পরীক্ষা নাকি লটারি এবার স্কুলে ভর্তির পদ্ধতি নিয়ে বড় ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি লটারির মাধ্যমে হবে, নাকি পরীক্ষার ভিত্তিতে—এ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফলে রাজধানীসহ সারাদেশের স্কুলগুলোতে তৈরি হয়েছে অনিশ্চয়তা ও বিভ্রান্তি, বিপাকে পড়েছেন অভিভাবকেরা।

আজ বুধবার (২৯ অক্টোবর) ভর্তি পদ্ধতি নির্ধারণে বৈঠকে বসছে শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো। বৈঠকে ভর্তি প্রক্রিয়া বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে।

মাধ্যমিক শাখার পরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন,“আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। লটারি থাকবে নাকি পরীক্ষা ফিরবে—বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠকে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।”

অন্যদিকে, দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সংগঠন ‘বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি’ ভর্তি পরীক্ষার পক্ষে মত দিয়েছে।গত সোমবার (২৭ অক্টোবর) তারা শিক্ষা মন্ত্রণালয়ের সচিব রেহেনা পারভীনের কাছে লিখিত আবেদন জমা দিয়েছে।

আবেদনে আহ্বায়ক এ কে এম আজাদ ও সদস্যসচিব মো. আব্দুল মুবীন স্বাক্ষর করেন।তাদের দাবি—“লটারিভিত্তিক ভর্তি ব্যবস্থা শিক্ষার মান ও ন্যায্য প্রতিযোগিতার পরিপন্থী। এতে যোগ্যতার ভিত্তিতে ভর্তি হওয়ার সুযোগ নষ্ট হচ্ছে, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎকে অনিশ্চিত করছে।”

উল্লেখ্য, ২০২০ সালে করোনা মহামারির সময় শিক্ষার্থীদের ভিড় ও সংক্রমণের ঝুঁকি এড়াতে স্কুলে ভর্তি বাধ্যতামূলকভাবে লটারির মাধ্যমে চালু করা হয়।পরে ওই পদ্ধতি অব্যাহত থাকলেও, শিক্ষক ও অভিভাবকদের একটি অংশ বরাবরই পরীক্ষাভিত্তিক ভর্তি পুনর্বহালের দাবি জানিয়ে আসছেন।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে