ঢাকা, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
Sharenews24

পিআর পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠিত হবে যেভাবে

২০২৫ অক্টোবর ২৯ ১০:৪৭:১৩
পিআর পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠিত হবে যেভাবে

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের অংশ হিসেবে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠনের সুপারিশ করেছে।

সুপারিশ অনুযায়ী, নির্বাচিত সংসদ সদস্যরা প্রথম অধিবেশন শুরুর ২৭০ দিনের মধ্যে সংবিধান সংশোধন করবেন। যদি এই সময়ের মধ্যে সংশোধন সম্পন্ন না হয়, তাহলে জুলাই সনদের প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে।এরপর ৪৫ দিনের মধ্যে পিআর পদ্ধতিতে ১০০ সদস্যের উচ্চকক্ষ গঠন করা হবে।অর্থাৎ সরকার গঠনের পর পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে সময় লাগবে ৩১৫ দিন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ এ তথ্য তুলে ধরেন।

তিনি জানান, কমিশনের সুপারিশ তিন ভাগে বিভক্ত—অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়নযোগ্য বিষয়: সংবিধান সংশোধন ব্যতীত যেসব সিদ্ধান্ত সরকার অধ্যাদেশ জারি করে বাস্তবায়ন করতে পারে, তা অবিলম্বে কার্যকর করার পরামর্শ।

নির্দেশ বা অফিস অর্ডারের মাধ্যমে বাস্তবায়নযোগ্য বিষয়: যেসব নীতি প্রশাসনিকভাবে কার্যকর করা সম্ভব, তা দ্রুত বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে।

সংবিধানসংশ্লিষ্ট বিষয়: এ ক্ষেত্রে প্রয়োজনীয় আইনি ভিত্তি ও বাস্তবায়নের পথনির্দেশ দিতে সরকারকে নির্দিষ্ট কাঠামো তৈরির পরামর্শ দেওয়া হয়েছে।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, সংবিধান সংস্কারের ৪৮টি বিষয়ের বিষয়ে সরকারকে দুটি বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছে। এর যেকোনো একটি গ্রহণ করে সরকার যেন “জুলাই জাতীয় সনদ ২০২৫ সংবিধান সংস্কারবিষয়ক আদেশ” জারি করে গণভোট আয়োজন করে।

গণভোটে জনগণের সম্মতি পাওয়া গেলে ত্রয়োদশ জাতীয় সংসদই সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কার্যকর থাকবে এবং ২৭০ দিনের মধ্যে প্রস্তাবিত পরিবর্তনসমূহ সংবিধানে সংযোজন, বিয়োজন ও পরিবর্ধন করবে।

ঐকমত্য কমিশনের সঙ্গে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে বেশিরভাগ সুপারিশ বিষয়ে ভিন্নমত নেই বলে জানান অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, “সংবিধানসংশ্লিষ্ট অনেক বিষয়ে রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্য গড়ে উঠেছে, যা সরকারকে দ্রুত বাস্তবায়নের সুযোগ দিচ্ছে।”

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে