ঢাকা, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
Sharenews24

ব্যাংকারদের প্রতারণার জালে পড়ে নিঃস্ব হলেন বৃদ্ধ

২০২৫ অক্টোবর ২৮ ১১:৩৬:১১
ব্যাংকারদের প্রতারণার জালে পড়ে নিঃস্ব হলেন বৃদ্ধ

নিজস্ব প্রতিবেদক: বাগেরহাট সদর উপজেলার কারাপাড়া গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা শেখ মোহাম্মদ জালালউদ্দীনের ব্যাংক জালিয়াতির শিকার হওয়ার ঘটনা তুলে ধরা হয়েছে। তিনি সোনালী ব্যাংকের বাগেরহাট শাখা থেকে তার সঞ্চয়কৃত টাকা খোয়া যাওয়ার অভিযোগ করেন।

শেখ মোহাম্মদ জালালউদ্দীনকে হতাশ কণ্ঠে কথা বলতে দেখা যায়। তিনি বলেন যে, “আল্লাহর কাছে কত বলতেছি, আল্লাহ এর ফয়সালা করে দাও, আল্লাহ ফয়সালা করো। কোনো ফয়সালা হয় না। এই দেশে মানুষ নাই, সব চোর। এ চুরি করে একদল চলে গেছে, আর এদারে যা আছে চুরির ধান্দায় আছে।” এই কথাগুলো তিনি সোনালী ব্যাংকের বাগেরহাট শাখার সামনে দাঁড়িয়ে বলেন।

শেখ মোহাম্মদ জালালউদ্দীন সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মচারী। ২০১২ সালের সেপ্টেম্বরে তিনি সোনালী ব্যাংকের বাগেরহাট শাখায় পাঁচ বছর মেয়াদী একটি সঞ্চয়ী হিসাবে পাঁচ লাখ টাকা জমা করেন। তার এই সঞ্চয়ের শর্ত ছিল, তিনি মাসিক ৫,০০০ টাকা করে লভ্যাংশ পাবেন। পরবর্তীতে, ২০১৩ সালে জরুরি প্রয়োজনে তিনি ৪ লাখ টাকা ঋণ নেন। ২০১৪ ও ২০১৫ সালে তিনি সুদসহ মোট ৪ লাখ ৮৮ হাজার ৬০১ টাকা ঋণ পরিশোধ করেন।

২০১৭ সালে মেয়াদ পূর্ণ হলে টাকা তুলতে গেলে শেখ মোহাম্মদ জালালউদ্দীন জানতে পারেন, তার জমা রাখা সব টাকা আগেই তুলে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন যে, তার অ্যাকাউন্টের নম্বর ৫০২৯, কিন্তু অন্য একটি নম্বরে (২৭৯৯) তার টাকা তুলে নেওয়া হয়েছে। তার প্রশ্ন, যদি ব্যাংকের কাগজপত্র থেকে টাকা উধাও হয়ে যায়, তবে এর দায়ভার কি ব্যাংক না গ্রাহকের?

সোনালী ব্যাংক বাগেরহাট শাখার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোহাম্মদ হুমায়ুন কবির জানান, বিষয়টি জালিয়াতির সঙ্গে সংশ্লিষ্ট এবং এ কারণে তারা এখন কোনো পেমেন্ট দিতে পারছেন না। বিষয়টি আদালতের বিচারাধীন আছে, তাই আদালতের রায় ছাড়া এখন টাকা দেওয়া সম্ভব নয় বলে জানান তিনি।

শেখ মোহাম্মদ জালালউদ্দীন এখন আল্লাহর উপর ভরসা করে আছেন এবং দ্রুত এই সমস্যার সমাধান হবে বলে আশা করছেন।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে