ঢাকা, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
Sharenews24

৯৯৯-এ কল করে যে অভিযোগ জানালেন পাকিস্তানি নারী

২০২৫ অক্টোবর ২৭ ১৮:১০:০৬
৯৯৯-এ কল করে যে অভিযোগ জানালেন পাকিস্তানি নারী

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর দারুসসালাম থানার লালকুঠি এলাকায় ২৫ বছর বয়সী এক পাকিস্তানি নারী তার স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে শারীরিক নির্যাতন ও বন্দী রাখার অভিযোগ জানিয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন।

৯৯৯-এর পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, নারী অভিযোগ করেছেন যে তার স্বামী নোবেল আহমেদ (২৭) এবং শাশুড়ি তাকে এক রুমে আটকে রেখে শারীরিক নির্যাতন করছেন এবং পাসপোর্টও কেড়ে নিয়েছেন।

কল পাওয়া মাত্রই ৯৯৯-এর কল টেকনিশিয়ান কনস্টেবল সুমাইয়া জাহান ও প্লাবন দেব বিষয়টি দ্রুত দারুসসালাম থানায় জানান। তথ্য-প্রযুক্তির সহায়তায় ভুক্তভোগীর অবস্থান চিহ্নিত করে পুলিশ উদ্ধার অভিযান চালায় এবং তাকে নিরাপদে থানায় নিয়ে আসে।

ভুক্তভোগীর কাছ থেকে জানা যায়, তার তিন মাস বয়সী সন্তান রয়েছে এবং তিনি পাকিস্তানে ফিরে যেতে চান। পুলিশের তৎপরতায় তার স্বামী ও পরিবারের সদস্যরা থানায় উপস্থিত হয়ে পাসপোর্ট ফেরত দেন এবং আগামী ১০ দিনের মধ্যে শিশুর পাসপোর্ট তৈরি করে তাদের পাকিস্তানে পাঠানোর অঙ্গীকার করেন।

উদ্ধারকৃত নারীর ননদ তার তত্ত্বাবধানে নেওয়ার সিদ্ধান্ত নেন এবং লিখিত অভিযোগ দিচ্ছেন না।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে