ঢাকা, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
Sharenews24

উপদেষ্টা মাহফুজ আলমের মন্তব্য নিয়ে সরকারের বিবৃতি

২০২৫ অক্টোবর ২৭ ১৬:০১:২৫
উপদেষ্টা মাহফুজ আলমের মন্তব্য নিয়ে সরকারের বিবৃতি

নিজস্ব প্রতিবেদক: উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের মন্তব্যে সৃষ্টি হওয়া বিভ্রান্তি দূর করতে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার।

সোমবার (২৭ অক্টোবর) সরকারের এক বিবৃতিতে জানানো হয়, গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে মাহফুজ আলম উপদেষ্টা পরিষদের কার্যক্রম সম্পর্কে যে মন্তব্য করেছেন, তা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে।

বিবৃতিতে বলা হয়, “সরকারের গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে — এই বক্তব্য সঠিক নয়। সংস্কার কার্যক্রম পূর্ণোদ্যমে চালু থাকবে। উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিতভাবে দায়িত্ব পালন করবে এবং বৈঠকও যথারীতি অনুষ্ঠিত হবে।”

এর আগে গত রবিবার (২৬ অক্টোবর) মাহফুজ আলম বলেছিলেন, “নভেম্বরের পর মন্ত্রিসভার (উপদেষ্টা পরিষদের) বৈঠক আর হবে না, তখন সরকার নির্বাচন কমিশনের অধীনে তার ভূমিকা পালন করবে।”

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে