ঢাকা, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
Sharenews24

আইন উপদেষ্টার সঙ্গে যেসব বিষয়ে আলোচনা করবেন সালাহউদ্দিন

২০২৫ অক্টোবর ২৭ ১৫:৫৩:১৪
আইন উপদেষ্টার সঙ্গে যেসব বিষয়ে আলোচনা করবেন সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আগামীকাল (মঙ্গলবার) বিকেল সাড়ে ৪টায় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করবেন। সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আজ সোমবার বিএনপির মিডিয়া সেল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। তবে দলটির পক্ষ থেকে বৈঠকের সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি।

দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জোটবদ্ধভাবে নির্বাচনে গেলে প্রতীক ব্যবহারের বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে।

অন্য একটি সূত্র জানিয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বরে দেশে ফিরতে পারেন—তার প্রত্যাবর্তনকে ঘিরেও কিছু রাজনৈতিক সমন্বয় ও কৌশল নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে