ঢাকা, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
Sharenews24

রাস্তায় ধান চাষ; অবশেষে টনক নড়ল প্রশাসনের 

২০২৫ অক্টোবর ২৭ ১৫:৫০:৪০
রাস্তায় ধান চাষ; অবশেষে টনক নড়ল প্রশাসনের 

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের এক ভ্যানচালক মহাসড়কের দু'পাশের খানাখন্দ সংস্কার না হওয়ায় তিন মাস আগে ধানের চারা লাগিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন । এই ভ্যানচালক রাজা মিয়া পরম যত্নে সেই ধানের চারা চাষ করেন, যা এখন পরিপক্ক হয়ে উঠেছে । রাজা মিয়া জানান, ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের ডাকবাংলা বাজার এলাকায় রাস্তার পাশে খানাখন্দে জমে থাকা কাদা মাটিতে তিনি ইরি ধানের চারা রোপণ করেন। প্রায় ২ শতক জায়গা জুড়ে তিনি এই ধান চাষ করেন । তার এই নিরব প্রতিবাদে স্থানীয় দোকানদাররাও যোগ দেন এবং সেচ দেওয়ার জন্য পানি দিয়ে সাহায্য করেন

এই ঘটনা নিয়ে আলোচনা-সমালোচনার পর অবশেষে প্রশাসনের টনক নড়েছে । সড়ক ও জনপদ বিভাগ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত জায়গা চিহ্নিত করে সংস্কারের কাজ চলছে । ঝিনাইদহ সওজ-এর নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান টেলিফোনে জানান, কাজ শুরু হয়ে গেছে এবং প্রথমে গর্তগুলো ভরাট করা হবে, এরপর উপরিভাগের কাজ শুরু হবে । তিনি আশা করছেন, কালকের মধ্যে অথবা পরশু থেকে এই কাজ শুরু হবে। কিছু কিছু জায়গায় ইট থাকায় টেন্ডার প্রক্রিয়ায় কিছুটা দেরি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার অংশ মেরামত করা প্রয়োজন বলে স্থানীয়রা জানান । প্রতিদিন এই মহাসড়ক দিয়ে ছোট-বড় মিলিয়ে প্রায় আড়াই হাজার যান চলাচল করে

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে