ঢাকা, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
Sharenews24

বিএনপি ক্ষমতায় গেলে সুন্দরীরা রাস্তায় বের হতে পারবে না

২০২৫ অক্টোবর ২৭ ১০:২৪:৫১
বিএনপি ক্ষমতায় গেলে সুন্দরীরা রাস্তায় বের হতে পারবে না

নিজস্ব প্রতিবেদক: বিএনপি যদি ক্ষমতায় আসে, জনগণ ঘুমাতে পারবেন না, ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যাবে, এমনকি সুন্দরী নারীরাও রাস্তায় বের হতে পারবে না—এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি মুহাম্মদ ফয়জুল করিম।

রোববার (২৬ অক্টোবর) বিকেল ৩টায় বরিশালের বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফয়জুল করিম বলেন,“সচেতন হোন জনগণ! বিএনপি ক্ষমতায় গেলে ঘুমাতে পারবেন না, ব্যবসা করতে পারবেন না। আপনারা কি জুলুমকারী, অত্যাচারী ও চাঁদাবাজদের পরিবর্তন চান না? চাঁদাবাজদের উৎপাত বন্ধ করতে হাতপাখায় ভোট দিন, তাহলেই দেশে শান্তি ফিরবে।”

সমাবেশে তিনি আরও বলেন,“অন্তর্বর্তীকালীন সরকার পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতি মানেনি, গণহত্যার বিচারও করেনি। ভেবেছিলাম বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে, কিন্তু তা হয়নি। ১৯৭১ থেকে ২০২৪ সাল পর্যন্ত যারা দেশ শাসন করেছে—তারা কারও ভাগ্যের পরিবর্তন আনতে পারেনি।”

তিনি অভিযোগ করে বলেন,“চোর যদি এমপি হয়, সে চুরি করবেই। আওয়ামী লীগকে মানুষ চাঁদাবাজি, জুলুম, ধর্ষণ ও দখলদারির জন্য তাড়িয়েছে। কিন্তু এখনো সেই অন্যায় চলছে।”

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন উপজেলা পশ্চিম শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা নাছির উদ্দিন রোকন ডাকুয়া।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে