ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
Sharenews24

ব্যাংক কর্মকর্তাদের চাওয়া জানালেন শায়খ আহমাদুল্লাহ

২০২৫ অক্টোবর ১৫ ১১:২৪:৩৩
ব্যাংক কর্মকর্তাদের চাওয়া জানালেন শায়খ আহমাদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বাড়ি ও গাড়ি কেনায় শরিয়াহভিত্তিক ঋণ চালুর আহ্বান জানিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সিরাতুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক মাহফিলে আলোচনাকালে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরী। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মসজিদ কমিটির সভাপতি মো. আনিচুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন।

শায়খ আহমাদুল্লাহ বলেন:“বাংলাদেশ ব্যাংকের অনেক কর্মকর্তা শরিয়াহ অনুসারে হাউজ লোন ও কার লোন নিতে চান। তাদের জন্য শরিয়াহভিত্তিক একটি বিকল্প পদ্ধতি চালু করা হলে তা অনেকের জন্য সহায়ক হবে।”

তিনি আশা প্রকাশ করেন, দ্বীনদার কর্মকর্তা-কর্মচারীদের বিষয়টি কর্তৃপক্ষ গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং ইসলামি ব্যাংকিংয়ের সুযোগ তাদের জন্য উন্মুক্ত করবে।

আরও যা বলেন তিনি:ইসলামি ব্যাংকগুলোতে শরিয়াহ মানার ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।গ্রাহকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “শরিয়াহ কমপ্লায়েন্স সার্ভিস সিস্টেম” চালুর আহ্বান।

শরিয়াহ লঙ্ঘন কোথায় হচ্ছে, তা বোঝাতে হবে সাধারণ মানুষকে। যেমন—বিয়ে হালাল বা হারাম হওয়ার পদ্ধতির মতোই ব্যাংকিং ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম মানা জরুরি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে