ঢাকা, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ছুটি নিয়ে জরুরি নির্দেশনা

২০২৫ সেপ্টেম্বর ২৪ ১৭:২৪:০২
ছুটি নিয়ে জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক : শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশের সব মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত কোনো পরীক্ষার তারিখ না রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (২৪ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়।

আদেশে জানানো হয়, ২০২৫ শিক্ষাবর্ষের ছুটির তালিকা অনুযায়ী দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজার জন্য ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত মোট ১২ দিনের অবকাশকালীন ছুটি অনুমোদন করা হয়েছে। এ সময়কালে কোনো পরীক্ষা বা মূল্যায়ন কার্যক্রম না রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীরা যথাযথ ভাবগাম্ভীর্যের সঙ্গে ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব উদযাপন করতে পারে।

পঞ্জিকা অনুযায়ী এ বছর মহাষষ্ঠী পড়েছে ২৮ সেপ্টেম্বর, মহাসপ্তমী ২৯ সেপ্টেম্বর, মহাষ্টমী ৩০ সেপ্টেম্বর, মহানবমী ১ অক্টোবর এবং মহাদশমী ২ অক্টোবর। ২১ সেপ্টেম্বর মহালয়া, যা থেকে দুর্গোৎসবের আনুষ্ঠানিক সূচনা।

স্কুল ও কলেজে ছুটি: সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুল: ছুটি ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর, ক্লাস শুরু ৮ অক্টোবর।

কলেজ: ছুটি ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর, ১০-১১ অক্টোবর শুক্র-শনিবার হওয়ায় ক্লাস শুরু ১২ অক্টোবর।

বিশ্ববিদ্যালয়: বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ছুটি নির্ধারণ করবে, তবে তাদেরকেও একই সময়সীমায় পরীক্ষা না নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে