ঢাকা, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

জামায়াতের হেভিওয়েটরা প্রার্থীরা যেসব আসন থেকে লড়বেন

২০২৫ সেপ্টেম্বর ২৪ ১৬:১৯:৫৮
জামায়াতের হেভিওয়েটরা প্রার্থীরা যেসব আসন থেকে লড়বেন
নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের ২৯৮টি আসনে সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করেছে। তবে দলীয় ঐতিহ্য ভেঙে কিছু আসনে প্রার্থী দেওয়ায় দেখা দিয়েছে অভ্যন্তরীণ অসন্তোষ। নির্বাচনে ইসলামী মূল্যবোধ নিয়ে এগোনোর কথা বললেও, নানা রাজনৈতিক কৌশল ও আলোচনা-সমঝোতার ভিত্তিতে জোট গঠনের প্রস্তুতিও চলছে।

জামায়াত ইসলামী গত বছরের নভেম্বর-ডিসেম্বরে এবং চলতি বছরের জুলাইয়ে দুটি ধাপে নির্বাচনী জরিপ পরিচালনা করে। জরিপের ভিত্তিতে দলটি বিভাগভিত্তিক সম্ভাব্য শক্ত অবস্থান বিশ্লেষণ করেছে:

রংপুর বিভাগ: ৩৩টি আসনে

খুলনা বিভাগ: ৩৫টি

রাজশাহী বিভাগ: ১০-১২টি (মোট ৩৯)

বরিশাল বিভাগ: ৩টি (মোট ২১)

সিলেট বিভাগ: ৩টি (মোট ১৯)

ময়মনসিংহ বিভাগ: ২টি (মোট ২৪)

ঢাকা বিভাগ: কয়েকটি (মোট ৭১)

দলের দাবি, শতাধিক আসনে তারা বিএনপির বিরুদ্ধে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে।

বর্তমানে জামায়াত একাধিক ইসলামি দলকে নিয়ে নির্বাচনী জোট গঠনের চেষ্টা করছে। এতে অংশ নিতে সম্মত হয়েছে:

ইসলামী আন্দোলন বাংলাদেশ

বাংলাদেশ খেলাফত মজলিস

বাংলাদেশ খেলাফত আন্দোলন

নেজামে ইসলাম পার্টি

ইসলামী ফ্রন্টসহ অন্যান্য ছোট দল

এই জোটের মূল লক্ষ্য: ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা, নির্বাচনভিত্তিক সংহতি এবং 'জুলাই চার্টার'-এ ঘোষিত জাতীয় সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন।জোট গঠন হলে আসন ভাগাভাগির ভিত্তিতে জামায়াত কিছু আসনে প্রার্থী প্রত্যাহার করতে পারে।

দল এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেনি। তবে প্রাথমিক তালিকাভুক্ত অনেক প্রার্থী ইতিমধ্যে তৃণমূল পর্যায়ে প্রচার চালাচ্ছেন।

দুটি আসনে ঐতিহ্য ভেঙে নতুন প্রার্থী মনোনয়নে স্থানীয় পর্যায়ে অসন্তোষ দেখা দিয়েছে। স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, দীর্ঘদিনের নিবেদিত কর্মীদের বাদ দিয়ে নতুন মুখ বসানো সঠিক হয়নি।

২০১৪ সালে হাইকোর্ট জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে, ফলে ১০ম জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি দলটি।

২০২৫ সালের জুনে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ দলের নিবন্ধন পুনরুদ্ধার করার নির্দেশ দেয়, ফলে এখন তারা আইনগতভাবে নির্বাচনে অংশ নিতে পারবে।

BIGD জরিপ (জুলাই ২০২৫):বিএনপি: ১২%,জামায়াত: ১০.৪%

জামায়াতের প্রতি সমর্থন ৩১.৫৬% দেখানো হয়, যা রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে বিতর্কের জন্ম দিয়েছে।বিশ্লেষকরা বলছেন, “জামায়াতের জবাবদিহিমূলক সংস্কার এবং তরুণ নেতৃত্বের উত্থান কিছু অংশে সমর্থন বাড়িয়েছে, তবে অতীতের বিতর্ক এখনও অনেক ভোটারের মাঝে প্রশ্ন রাখে।”

নামপদবিসম্ভাব্য আসন
ডা. শফিকুর রহমান দলের আমির ঢাকা-১৫
এটিএম আজহারুল ইসলাম সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রংপুর-২
মিয়া গোলাম পরওয়ার সেক্রেটারি জেনারেল খুলনা-৫
মুজিবুর রহমান নায়েবে আমির রাজশাহী-১
ডা. তাহের নায়েবে আমির ও সাবেক এমপি কুমিল্লা-১১
রফিকুল ইসলাম খান সহকারী সেক্রেটারি সিরাজগঞ্জ-৪
হামিদুর রহমান আজাদ কেন্দ্রীয় নেতা কক্সবাজার-২
ব্যারিস্টার নাজিবুর রহমান মোমিন নিজামীর পুত্র পাবনা-১
মাসুদ সাঈদী সাঈদীর পুত্র পিরোজপুর-১
শামীম সাঈদী সাঈদীর পুত্র পিরোজপুর-২
ব্যারিস্টার মীর আহমদ বিন আরমান মীর কাশেম আলীর পুত্র ঢাকা-১৪
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে