ঢাকা, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ঢাবি ভিসির সঙ্গে যে কথা হয়েছিলো শেখ হাসিনার

২০২৫ সেপ্টেম্বর ২৪ ১৬:১৪:৪৮
ঢাবি ভিসির সঙ্গে যে কথা হয়েছিলো শেখ হাসিনার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য মাকসুদ কামাল এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যকার একটি কথোপকথনের রেকর্ডিং সম্প্রতি প্রকাশিত হয়েছে, যেখানে ছাত্র আন্দোলন ও তা দমনের কৌশল নিয়ে আলোচনা করা হয়েছে।

ফাঁস হওয়া এই কথোপকথনে মাকসুদ কামাল প্রধানমন্ত্রীকে জানান যে, শিক্ষার্থীরা হলের তালা ভেঙে বের হয়ে গেছে এবং রাজু ভাস্কর্য ও মল চত্বরে প্রায় চার-পাঁচ হাজার শিক্ষার্থী জমা হয়েছে। তিনি আরও জানান, আন্দোলনকারীরা যেকোনো মুহূর্তে তার বাসায়ও হামলা করতে পারে।

জবাবে শেখ হাসিনা কঠোর অবস্থান ব্যক্ত করে বলেন, "তারা রাজাকারদের বাসা পোরিশ করবে কথা বলতেছে... আমরা রাজাকারে তো ফাঁসি দিছি, বা তোদের তাই করবো, একটাও ছাড়বো না আমি বলে দিচ্ছি।" তিনি আরও উল্লেখ করেন যে, পুলিশ, বিজিআর, বিজেপি এবং র‍্যাবকে ক্যাম্পাসে সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মাকসুদ কামাল জানান যে, বিজয় ৭১ হলে ছাত্রলীগের ছেলেদের মারধর করা হয়েছে এবং পরিস্থিতি "অতিরিক্ত বেড়ে গেছে।"

প্রধানমন্ত্রী বলেন, "এত বাড়াবাড়ি ভালো না" এবং "আদালতের বিষয় আদালত নিষ্পত্তি করবে।" তবে, তিনি অভিযোগ করেন যে, একটি দেশে কেউ রাষ্ট্রপতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিতে পারে না। তিনি কুষ্টিয়ার মতো করে আন্দোলনকারীদের তালিকা করে রাতের মধ্যেই তাদের হেফাজতে নেওয়ার নির্দেশ দেন এবং হুঁশিয়ারি দেন যে, হেলিকাপ্টার দিয়ে সরাসরি বোম্বিং করা হবে।কথোপকথনে ছাত্রদল, বিএনপি এবং শিবিরের কর্মীদের আন্দোলনকারী হিসেবে চিহ্নিত করা হয়, যারা মিছিলের নেতৃত্ব দিচ্ছে। শেখ হাসিনা বলেন, "সরকারের সঙ্গে কোটা আন্দোলনকারীর কোনো বিরোধ নাই, সরকারের সঙ্গে বিরোধ হচ্ছে নাশকতাকারী বিএনপি জামাতের।"

মাকসুদ কামাল ইন্টারনেট চালু করার অনুরোধ জানান, কারণ এটি তাদের "কাজে লাগবে" এবং "মিডিয়াকে আমরা পুরো নিউজে ফ্লাট করে দিলাম" বলে উল্লেখ করেন। জবাবে শেখ হাসিনা ইঙ্গিত দেন যে, ইন্টারনেট বন্ধের কারণও হয়তো আন্দোলনকারীরা, বলেন, "আমি দিছি ইন্টারনেট, ওরা পুড়িয়েছে।" তিনি আরও বলেন, যদি অন্য সরকার আসে, তবেই ইন্টারনেট চালু করা হবে, নয়তো নয়।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে