ঢাকা, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

২০২৫ সেপ্টেম্বর ২৩ ১৫:৪২:০১
আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি ওয়াজ-মাহফিলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সম্পর্কে ‘মিথ্যা, অবমাননাকর ও উদ্দেশ্যপ্রণোদিত’ মন্তব্য করায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া শাখার নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে তাকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে।

নোটিশ পাঠিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, বর্তমান সিনেট সদস্য এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান।

আইনি নোটিশে উল্লেখ করা হয়, আমির হামজা বিভিন্ন ওয়াজ মাহফিলে নিজেকে জাবির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থী দাবি করে বলেন:“আবাসিক হলে ছাত্ররা সকালে মদ দিয়ে কুলি করে, আর শিক্ষকদের লাঠি দিয়ে পেটায়।” এই বক্তব্যকে নোটিশদাতা “ঘৃণিত মিথ্যাচার ও মানহানিকর” হিসেবে আখ্যা দেন।

ব্যারিস্টার শিহাব উদ্দিন খানের ভাষ্য মতে, মুফতি হামজার এই বক্তব্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫০ বছরের সুনাম ও গৌরবকে কলুষিত করেছে। দেশের শীর্ষস্থানীয় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পর্কে এমন মিথ্যা প্রচারণা শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি করেছে।

আইনি নোটিশে মুফতি হামজার কাছে যেসব দাবি করা হয়েছে:

৪৮ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

উক্ত বক্তব্যের ভিডিও এবং সম্পর্কিত কনটেন্ট ইউটিউবসহ সব প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলতে হবে।

বিষয়টি বাস্তবায়নের জন্য বিটিআরসি ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে পদক্ষেপ নিতে বলা হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, যদি নির্ধারিত সময়ের মধ্যে মুফতি হামজা ক্ষমা না চান বা ভিডিও সরিয়ে না নেন, তাহলে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা ও ক্ষতিপূরণ আদায়ে দেওয়ানি মামলা করা হবে।

মুফতি আমির হামজা বাংলাদেশে ইসলামি বক্তা হিসেবে পরিচিত হলেও, তার বক্তব্য নিয়ে অতীতেও বিতর্ক তৈরি হয়েছে। এবার তিনি দেশের অন্যতম মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে