ঢাকা, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

বিমান ভাড়ায় আটকে হজ প্যাকেজ ঘোষণা

২০২৫ সেপ্টেম্বর ২০ ১২:৫১:৩৬
বিমান ভাড়ায় আটকে হজ প্যাকেজ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের নির্ধারিত সময় অনুযায়ী হজযাত্রী নিবন্ধনের সময়সীমা শেষ হতে এখনো এক মাসের কম সময় বাকি। কিন্তু এখনও হজ প্যাকেজ ঘোষণা করতে পারেনি বাংলাদেশ সরকার। ফলে নিবন্ধনে তেমন সাড়া মিলছে না।

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ইচ্ছুকদের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে গত ২৭ জুলাই। কিন্তু দেড় মাস পার হলেও এখন পর্যন্ত মাত্র ১,০৮১ জন হজযাত্রী প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করেছেন—যার মধ্যে ৬৪১ জন সরকারি এবং ৪৪০ জন বেসরকারি ব্যবস্থাপনায়।

ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মূল বাধা হয়ে দাঁড়িয়েছে বিমান ভাড়া নির্ধারণ। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চললেও এখনো যৌক্তিক ভাড়ার বিষয়ে ঐকমত্যে পৌঁছানো যায়নি। দরকষাকষি চলমান রয়েছে। প্রয়োজনে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চাওয়া হবে বলেও জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের মে মাসের শেষ সপ্তাহে সৌদি আরবে হজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় সর্বমোট ১,২৭,১৯৮ জন হজ পালনের সুযোগ পাবেন।

প্রাথমিকভাবে চার লাখ টাকা জমা দিয়ে নিবন্ধন করা যাচ্ছে। প্যাকেজ ঘোষণা হওয়ার পর বাকি অর্থ জমা দিয়ে নিবন্ধন চূড়ান্ত করতে হবে। তবে হজে যেতে আনুমানিক মোট খরচ কত হবে, সেটি এখনও স্পষ্ট নয়। ফলে অনেকেই অপেক্ষা করছেন প্যাকেজ ঘোষণার জন্য।

ধর্ম মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, “বিমান ভাড়া চূড়ান্ত না হওয়ায় হজ প্যাকেজ ঘোষণা সম্ভব হচ্ছে না। এতে সাধারণ হজযাত্রীরা অনিশ্চয়তায় পড়েছেন। নিবন্ধনে আগ্রহ নেই বললেই চলে।”

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে