ঢাকা, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

সাবেক এমপির জামাতার নাটকীয় গ্রেপ্তার

২০২৫ সেপ্টেম্বর ২০ ১২:৪০:৩১
সাবেক এমপির জামাতার নাটকীয় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ভারতে প্রবেশের সময় বাংলাদেশি ইমিগ্রেশনের সিল জালিয়াতি করে ভুয়া এন্ট্রি দেখানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন জুবায়ের হোসেন নামে ছাত্রলীগের এক সাবেক নেতা। তিনি ছিলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাবেক সাধারণ সম্পাদক। গত বছর আগস্টে বাংলাদেশে রাজনৈতিক ক্ষমতার পটপরিবর্তনের পর ছাত্রলীগের ওপর নিষেধাজ্ঞা আসে। সেই প্রেক্ষাপটেই তিনি ভারতে পালানোর চেষ্টা করেন বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাটি ঘটে গত ১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)। পশ্চিমবঙ্গের গেদে ইমিগ্রেশন চেকপোস্টে ভারতে প্রবেশের সময় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তার নথিপত্রে ভুয়া এন্ট্রি সনাক্ত করে। পুলিশ নিশ্চিত হয়, জুবায়ের বাংলাদেশ থেকে ভারতে ঢোকার আগে ইমিগ্রেশন সিল জাল করে তা দেখিয়েছেন। ফলে, বাংলাদেশ ছাড়াই ভারতে প্রবেশের চেষ্টা করায় তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পরে ভারতীয় কর্তৃপক্ষ জুবায়েরকে বাংলাদেশের চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ২০ সেপ্টেম্বর (শুক্রবার) তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

জানা গেছে, জুবায়ের হোসেনের বাড়ি বাগেরহাট জেলার শরণখোলা থানার রাজের গ্রামে। তার বাবার নাম হুমায়ুন কবির। রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি তার পারিবারিক যোগাযোগও বেশ আলোচিত। তিনি ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের জামাতা। তার স্ত্রী মুমতারিন ফেরদৌস ডরিন, যিনি প্রয়াত এমপির মেয়ে।

দর্শনা ইমিগ্রেশনের ইনচার্জ এসআই তুহিন হোসেন জানান, ২০২৩ সালের ২৪ নভেম্বর জুবায়ের বৈধভাবে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে গিয়েছিলেন। কিন্তু সেখানে অবস্থানকালে তিনি ফের বাংলাদেশে প্রবেশ না করেই পাসপোর্টে ভুয়া সিল দিয়ে ফেরার তথ্য তৈরি করেন। এরপর আবার বাংলাদেশ থেকে ‘ভুয়া গমন’ দেখিয়ে ভারতের গেদে চেকপোস্ট দিয়ে ঢোকার চেষ্টা করলে তিনি ধরা পড়েন।

ঘটনার পর দর্শনা থানায় প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী এসআই তুহিন হোসেন বলেন, এটি স্পষ্টতই পরিকল্পিত প্রতারণা ও সীমান্ত নিরাপত্তা লঙ্ঘনের একটি ঘটনা।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর জানিয়েছেন, জুবায়েরকে আদালতে হাজির করলে আদালত জিজ্ঞাসাবাদের জন্য তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এ ঘটনায় সীমান্ত নিরাপত্তা ও ভিসা জালিয়াতি নিয়ে আবারও উদ্বেগ তৈরি হয়েছে। তদন্তকারীরা জুবায়েরের ভারতে অবস্থানকাল, রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং সম্ভাব্য সহযোগীদের বিষয়ে খতিয়ে দেখছেন।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে