ঢাকা, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

নির্বাচন ই'স্যুতে জামায়াতকে বিএনপির নতুন প্রস্তাব

২০২৫ সেপ্টেম্বর ২০ ১২:৩৫:২০
নির্বাচন ই'স্যুতে জামায়াতকে বিএনপির নতুন প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক: পিআর (Proportional Representation) পদ্ধতিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে তিন দিনের কর্মসূচি পালন করছে জামায়াতে ইসলামী। শুক্রবার, কর্মসূচির দ্বিতীয় দিনে দেশের সাত বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল করে দলটি, যেখানে কেন্দ্রীয় নেতারা অংশ নেন। এর আগে বৃহস্পতিবার, একই দাবিতে জামায়াতে ইসলামীসহ সাতটি রাজনৈতিক দল একযোগে বিক্ষোভ মিছিল করে।

নির্বাচনের আগে দাবি আদায়ে আলোচনার পাশাপাশি রাজপথের আন্দোলনকেও গুরুত্ব দিচ্ছেন জামায়াতসহ মিত্র দলগুলোর নেতারা। এতে করে রাজনৈতিক অঙ্গন নতুন করে উত্তপ্ত হচ্ছে বলে জানানো হয়। ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনার মধ্যেই জামায়াতে ইসলামীসহ সাতটি দলের প্রায় অভিন্ন কর্মসূচির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল।

আলোচনার মধ্যে রাজপথে বিক্ষোভের ব্যাখ্যায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দাবি করেন, আলোচনা চললেও সেখানে সমস্যার সমাধান হবে বলে তিনি মনে করেন না। তিনি মন্তব্য করেন যে, একটি পক্ষের চাপে সরকার শুভঙ্করের ফাঁকির দিকে যাচ্ছে।

তবে জামায়াতের এমন ব্যাখ্যার বিপরীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, আলোচনা ছাড়া রাজপথে কর্মসূচি দিয়ে অহেতুক চাপ সৃষ্টি করা গণতন্ত্রের জন্য শুভ নয়। পিআর ইস্যুতে তিনি বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে সংখ্যানুপাত নির্বাচন পদ্ধতির কোনো ভিত্তি নেই। বৃহস্পতিবার সিঙ্গাপুর থেকে দেশে ফিরে শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, দেশের সিদ্ধান্ত নিজেদেরই নিতে হবে এবং সেটাই ঐক্যবদ্ধভাবে। যেকোনো বিষয় আলোচনার মধ্য দিয়ে সমাধান হবে বলে মনে করে বিএনপি।

রাজপথ ছেড়ে জামায়াতকে আলোচনার টেবিলে আসার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বিএনপি এখন পর্যন্ত ৫ আগস্ট থেকে কোনো ইস্যুতেই রাজপথে নামেনি। আলোচনার মধ্য দিয়েই সব সমস্যার সমাধান চাওয়া হচ্ছে এবং তার বিশ্বাস এগুলো আলোচনার মাধ্যমেই শেষ হবে। তিনি আরও বলেন, একটি বিষয় পরিষ্কার, যেটাই করা হোক জনগণের সমর্থন বড় প্রয়োজন। জনগণের সমর্থনে নির্বাচনের মাধ্যমে যে পার্লামেন্ট আসবে, সেই পার্লামেন্ট সংবিধান পরিবর্তন এবং সংশোধন করতে পারবে এবং সেটাই হবে সবচেয়ে বড় সমাধান।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে