ঢাকা, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

অন্তর্বর্তী সরকার নিয়ে সতর্ক বার্তা শিশির মনিরের!

২০২৫ সেপ্টেম্বর ২০ ১১:৩৮:৫৯
অন্তর্বর্তী সরকার নিয়ে সতর্ক বার্তা শিশির মনিরের!

নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন:"বৈধতার উৎস ১০৬ অনুচ্ছেদ নয়, জনগণের ইচ্ছাই প্রকৃত বৈধতা। যারা এটি বুঝবেন না, একদিন অনুশোচনা করবেন। আশা করি, তারা অহংকার থেকে বেরিয়ে আসবেন।"

২০২৪ সালের ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ১০৬ অনুচ্ছেদের আলোকে মতামত দেয়। অনেক আইন বিশেষজ্ঞ এই মতামতকে সরকার গঠনের সাংবিধানিক ভিত্তি হিসেবে দেখলেও শিশির মনির তার সঙ্গে একমত নন।

“এই সরকার সাংবিধানিক নয়, এটি গণঅভ্যুত্থানের সরকার। এজন্য বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে একে স্বীকৃতি দিতে হবে।”

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে