ঢাকা, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

এনসিপির হান্নান মাসউদের জীবনে এলেন যিনি

২০২৫ সেপ্টেম্বর ২০ ১০:৫৯:৫২
এনসিপির হান্নান মাসউদের জীবনে এলেন যিনি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ নতুন জীবন শুরুর পথে পা রেখেছেন। চুপিসারে সম্পন্ন করেছেন বাগদান।

শনিবার (২০ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই খবর প্রকাশ করে হান্নান মাসউদ জানান, গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) পারিবারিক পরিবেশে স্বল্প পরিসরে বাগদান সম্পন্ন হয়।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, কনে হলেন শ্যামলী সুলতানা জেদনী — যিনি ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)-এর সাবেক কেন্দ্রীয় সংগঠক।

দীর্ঘদিন ছাত্র রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন শ্যামলী। তবে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি তিনি বাগছাস থেকে পদত্যাগ করেন এবং কিছুটা বিরতিতে চলে যান রাজনীতি থেকে।

সামাজিক মাধ্যমে হান্নান মাসউদের ঘোষণার পরপরই রাজনৈতিক অঙ্গনে শুভেচ্ছা বার্তার ঢল নামে। সহকর্মী, শুভানুধ্যায়ী ও অনুসারীরা নবদম্পতির আগামীর জন্য শুভকামনা জানান।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে