ঢাকা, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

এবার ফেঁসে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন!

২০২৫ সেপ্টেম্বর ২০ ১০:৪৬:২২
এবার ফেঁসে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন!

নিজস্ব প্রতিবেদক: চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে গত ২৫ এপ্রিল আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দল "জনতা পার্টি বাংলাদেশ"। দলটির স্লোগান হলো "গর্ব মোরা ইনসাফের দেশ"।

অনুসন্ধানে জানা গেছে, নিজেকে সিআইএ এজেন্ট দাবি করা বাংলাদেশি বংশোদ্ভূত রহস্যময় মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী "জনতা পার্টি বাংলাদেশকে" অর্থায়ন করেছেন। এনায়েত করিম চৌধুরীর জিজ্ঞাসাবাদে এসব তথ্য উঠে এসেছে বলে জানানো হয়। দলের গঠন থেকে শুরু করে পরিচালনা পর্যন্ত সিংহভাগ অর্থ তিনিই দিতেন এবং দল গঠনে তার ভূমিকা ছিল বলে অভিযোগ করা হয়।

এনায়েত বর্তমান সরকারকে পরিবর্তন করে নতুন জাতীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকার গঠনের মিশন নিয়ে বাংলাদেশে এসেছিলেন। ৬ ও ৭ সেপ্টেম্বর তিনি রাজধানীর সোনারগাঁও হোটেলে অবস্থান করেন এবং পরবর্তীতে গুলশানের একটি ফ্ল্যাটে থাকতেন। এ সময়ের মধ্যে তিনি সরকারি উচ্চ ও নীতিনির্ধারক পর্যায়ের একাধিক কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা ও ব্যবসায়ী মহলের সঙ্গে গোপন বৈঠক করেছেন বলে দাবি করা হয়।

তবে মামলার তদন্ত কর্মকর্তা আক্তার মোরশেদ জানান, ইলিয়াস কাঞ্চন ও তার নবগঠিত দলের সঙ্গে এনায়েতের যোগাযোগের সত্যতা নেই। জিজ্ঞাসাবাদে দুজন উপ-পুলিশ মহাপরিদর্শকের সঙ্গে এনায়েতের ঘনিষ্ঠ যোগাযোগের বিষয়টিও উঠে এসেছে। এছাড়া, অন্তত দেড়শ কোটি টাকার বিনিময়ে একজন প্রভাবশালী সচিবকে দুদকের মামলা থেকে বাঁচাতে এনায়েতের সঙ্গে চুক্তি করা হয়েছিল বলেও অভিযোগ করা হয়।

জনতা পার্টি বাংলাদেশ এবং এর সঙ্গে সংশ্লিষ্ট বিদেশি অর্থায়নের অভিযোগ দেশের রাজনীতিতে চরম আলোচনার জন্ম দিয়েছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে