ঢাকা, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

আসছে নতুন দল, নেতৃত্বে ফজলুর রহমান?

২০২৫ সেপ্টেম্বর ১৯ ১৬:০২:৩৭
আসছে নতুন দল, নেতৃত্বে ফজলুর রহমান?

নিজস্ব প্রতিবেদক: আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন সমীকরণ দেখা যাচ্ছে। টানা ১৭ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ, দলীয় কর্মকাণ্ড স্থগিত থাকায় আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে যে, আগামী নির্বাচনে দলটির সমর্থকদের অবস্থান কেমন হবে। জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগের শীর্ষ নেতারা দেশ ছেড়ে বিশ্বের বিভিন্ন স্থানে অবস্থান করছেন এবং সেখান থেকেই সরকারবিরোধী কর্মসূচি পালনের নির্দেশনা দিচ্ছেন।

অন্যদিকে, শেখ হাসিনার সরকারের আরেক সহযোগী জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে গণঅধিকার পরিষদ, এনসিপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল সরব রয়েছে। প্রধান রাজনৈতিক দল বিএনপির সাথে জামায়াতে ইসলামীর বিরোধ বাড়ছে। অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিলেও ভোটগ্রহণের প্রস্তুতি, জাপান নির্বাচনে অংশগ্রহণ বিতর্ক এবং জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুসহ দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থির।

এমন অস্থির পরিস্থিতির মধ্যেই সাবেক বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান মন্তব্য করেছেন যে, আগামী নির্বাচনকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধাদের নিয়ে একটি নতুন দল আসবে। সম্প্রতি নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন, এই নতুন দলটিতে শেখ হাসিনা থাকবেন না। তিনি আরও উল্লেখ করেন, নতুন এই সংগঠনটি হয়তো দল হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবে না, তবে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্টাইলে দলের সদস্যরা নির্বাচনে অংশ নেবেন। ফজলুর রহমান জানান যে, মুক্তিযোদ্ধাদের পক্ষে এই সংগঠনের প্রার্থীরা ৩০০ আসনের ভোটের লড়াইয়ে অংশ নেবেন। তবে নতুন দলের নেতৃত্বে কে আসছেন বা কারা এর পেছনে থাকবেন, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

এসময় ফজলুর রহমান নিজের স্থগিতাদেশ প্রসঙ্গে বলেন, তিনি বিএনপির জন্য জেল খেটেছেন এবং নির্বাসনেও ছিলেন, অথচ নিজের জেলায় অনুষ্ঠিত সম্মেলনে তিনি থাকতে পারছেন না। একটি মন্তব্যের জন্য তাকে তিন মাস দলের সব কর্মকাণ্ড থেকে স্থগিত করা হয়েছে। তিনি এই আদেশে খুশি হলেও সম্মেলনের আগে এটি তুলে দেওয়ার অনুরোধ করেছেন। এর আগে, জুলাই অভ্যুত্থান নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে বিএনপি ফজলুর রহমানের সব পদ তিন মাসের জন্য স্থগিত করেছিল।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে