ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

হাসিনাকে ক্ষমতায় আনতে মঈন আহমেদকে প্রস্তাব

২০২৫ সেপ্টেম্বর ১৬ ১১:৫৫:৫৫
হাসিনাকে ক্ষমতায় আনতে মঈন আহমেদকে প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গিয়ে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান দাবি করেন, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ২০০৮ সালে তৎকালীন সেনাপ্রধান মঈন ইউ আহমেদকে শেখ হাসিনাকে ক্ষমতায় আনার প্রস্তাব দিয়েছিলেন।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত একটি মামলার ৪৬তম সাক্ষী হিসেবে মাহমুদুর রহমান এই দাবি করেন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এ সাক্ষ্যগ্রহণ হয়।

মাহমুদুর রহমান বলেন,"২০০৮ সালের ফেব্রুয়ারিতে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি সেনাপ্রধান মঈন ইউ আহমেদকে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে বলেন। এর বিনিময়ে তাঁকে চাকরির নিশ্চয়তা, অর্থনৈতিক সুবিধা এবং নিরাপদ অবসরের (সেফ এক্সিট) প্রস্তাব দেওয়া হয়।"

তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা পারিবারিকভাবে সেনাবিদ্বেষী, এবং এই অবস্থান থেকেই পরবর্তী সময়ে বিডিআর বিদ্রোহের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করার পরিকল্পনা বাস্তবায়ন হয়, যেখানে ৫৭ জন সেনা কর্মকর্তা নিহত হন। যদিও তার ভাষ্যে উল্লেখ করা হয় যে, শেখ ফজলে নূর তাপসের সম্পৃক্ততার প্রমাণ থাকা সত্ত্বেও বিচার হয়নি।

সাক্ষ্যে মাহমুদুর রহমান আরও বলেন,“বিচার বিভাগকে নিয়ন্ত্রণে নিয়ে বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়। তথাকথিত গণজাগরণ মঞ্চের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় পরিবর্তন করে কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা হয়।”

তিনি দাবি করেন, শাপলা চত্বরে হেফাজতে ইসলামের বিরুদ্ধে অভিযানের পর সংশ্লিষ্ট নিরাপত্তা কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। তার ভাষ্যে,"শাপলা চত্বরের গণহত্যার পুরস্কারস্বরূপ বেনজীর আহমেদকে আইজিপি, জিয়াউল আহসানকে মেজর জেনারেল এবং আজিজ আহমেদকে পদোন্নতি দেওয়া হয়।"

আলোচিত এই মামলার পরবর্তী সাক্ষী হিসেবে আগামীকাল (মঙ্গলবার) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সাক্ষ্য দেবেন বলে ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে