ঢাকা, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

৩৫০০ আসামির মামলার পর ইউএনও বদলি

২০২৫ সেপ্টেম্বর ১৫ ১১:২৭:৪৪
৩৫০০ আসামির মামলার পর ইউএনও বদলি

নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর গোয়ালন্দে ঘটে যাওয়া সহিংস ঘটনার রেশ কাটতে না কাটতেই প্রশাসনে একের পর এক রদবদল। এবার বদলি করা হলো উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদুর রহমানকে।

রোববার (১৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে জানানো হয়, ইউএনও নাহিদুর রহমানকে রপ্তানি উন্নয়ন ব্যুরোর উপপরিচালক পদে বদলি করা হয়েছে।তাকে ২১ সেপ্টেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলামকেও বদলি করা হয়। তাকে রাজবাড়ী জেলা পুলিশের অপরাধ শাখায় পরিদর্শক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।গোয়ালন্দে সম্প্রতি ঘটে যাওয়া একটি বর্ণবহুল সহিংসতার ঘটনায় প্রশাসন বেশ চাপে পড়ে।

৫ সেপ্টেম্বর, গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নুরুল হক ওরফে 'নুরাল পাগলার দরবারে' হামলা চালায় বিক্ষুব্ধ জনতা।অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুরে আহত হন শতাধিক মানুষ, নিহত হন দরবারের ভক্ত রাসেল মোল্লা।

পুলিশ পরিস্থিতি সামাল দিতে গেলে তাদের ওপরও হামলা হয়, দুটি গাড়ি ভাঙচুর করা হয় এবং ১০-১২ জন পুলিশ সদস্য আহত হন।

নিহত নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলা হয়।পুলিশের ওপর হামলার ঘটনায় ৩,৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়; এখন পর্যন্ত ১৬ জন গ্রেপ্তার।

রাসেল মোল্লা নিহতের ঘটনায় তার বাবা আরও একটি মামলা করেন; এতে ৮ জন গ্রেপ্তার।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে