ঢাকা, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

শোকজের মুখে সিলেটের আলোচিত ডিসি সারওয়ার আলম

২০২৫ সেপ্টেম্বর ১৫ ১০:১৯:৫৮
শোকজের মুখে সিলেটের আলোচিত ডিসি সারওয়ার আলম

নিজস্ব প্রতিবেদক: সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করেছেন আদালত। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তাকে লিখিতভাবে জবাব দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, সিলেটের ইংলিশ মিডিয়াম প্রতিষ্ঠান দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (SKISC)-এর দুই শিক্ষক ও একজন ভাইস প্রিন্সিপালকে ঘিরে তৈরি হওয়া বিতর্কিত নিয়োগ ও বহিষ্কার সংক্রান্ত ঘটনায় দাখিল হওয়া একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই শোকজ করা হয়।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর), সিলেট সিনিয়র সহকারী জজ (সদর) আদালত থেকে এই শোকজ জারি করা হয়। সোমবার (১৫ সেপ্টেম্বর) নোটিশটি মো. সারওয়ার আলমের হাতে পৌঁছানোর কথা রয়েছে।

তবে ডিসি সারওয়ার আলম এ বিষয়ে বলেন,“আমি শুনেছি শোকজ করা হয়েছে। কিন্তু এখনো কোনো অফিসিয়াল আদেশ কপি হাতে পাইনি।”

ডিসি সারওয়ার আলম বর্তমানে ওই স্কুলের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। এ কারণে তার ভূমিকা নিয়ে আদালতের প্রশ্ন উঠেছে।

স্কুলের সিনিয়র শিক্ষিকা আবেদা হকের আইনজীবী ইরশাদুল হক জানান, তার মক্কেল ও অপর শিক্ষক রোকন উদ্দিন কোনো নিয়োগপত্র বা পদোন্নতি ছাড়াই নিজ উদ্যোগে স্কুলের ভাইস প্রিন্সিপাল ইন-চার্জ পদে দায়িত্ব গ্রহণ করেন। শুধু তাই নয়, অন্যান্য শিক্ষকরা তাদেরকে অভিনন্দন জানাতে চাপের মুখে পড়েন, এমন অভিযোগও করা হয়েছে।

এছাড়া তারা স্কুলের ওয়েবসাইটে পদবি হালনাগাদ করেন এবং সিলেটের স্থানীয় পত্রিকায় প্রেস রিলিজ প্রকাশ করেন, যা প্রতিষ্ঠানের সার্ভিস রুলস এবং রেগুলেশনের পরিপন্থী।

প্রসঙ্গত, ৯ সেপ্টেম্বর সকালে ওই স্কুলে একজনকে প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এরপর দুই শিক্ষক নিজ উদ্যোগে নিজ নিজ পদে দায়িত্ব গ্রহণ করেন, যা থেকে পুরো বিতর্কের সূত্রপাত।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে