ঢাকা, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

জেন-জি বিক্ষোভ নিয়ে নেপালের নতুন প্রধানমন্ত্রী যা বললেন

২০২৫ সেপ্টেম্বর ১৪ ১৭:০৯:৫৬
জেন-জি বিক্ষোভ নিয়ে নেপালের নতুন প্রধানমন্ত্রী যা বললেন

নিজস্ব প্রতিবেদক: নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর সুশীলা কার্কি জেনারেশন-জি (জেন-জি) বিক্ষোভ নিয়ে প্রথমবারের মতো কঠোর অবস্থান প্রকাশ করেছেন। রোববার (১৪ সেপ্টেম্বর) সিংহ দরবারে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে দেওয়া এক বক্তৃতায় তিনি বলেন, “গত সপ্তাহের অগ্নিসংযোগ ও ভাঙচুর ছিল দেশের বিরুদ্ধে অপরাধ।”

কার্কি জানান, এই সহিংসতার পেছনে ষড়যন্ত্র থাকতে পারে এবং এসব অপরাধমূলক কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনা হবে। তিনি বলেন, “সিংহ দরবার, সংসদ ভবন, সুপ্রিম কোর্টসহ যেসব স্থাপনায় হামলা হয়েছে, সেসবের তদন্ত হবে।”

তিনি আরও বলেন, “মাত্র ২৭ ঘণ্টার বিক্ষোভে যে ধরনের বিস্ময়কর পরিবর্তন দেখা গেছে, তা আমার দেখা সবচেয়ে দ্রুত ও গভীর প্রভাব তৈরি করা আন্দোলন। এর দাবিগুলো আমলে নিতে হবে, তবে সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়।”

সুশীলা কার্কি বিক্ষোভে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সহায়তা ঘোষণা করেন এবং জানান তার অন্তর্বর্তী সরকার সংবিধান মেনেই আগাম নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী কাজ করবে।

অর্থনৈতিক উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে হলে সবাইকে ইতিবাচক মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে। বিভাজন নয়, ঐক্য দরকার।”

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে