ঢাকা, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ফরিদা পারভীনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

২০২৫ সেপ্টেম্বর ১৪ ০৯:০৭:০৪
ফরিদা পারভীনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

নিজস্ব প্রতিবেদক: বরেণ্য লোকসংগীতশিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৩ সেপ্টেম্বর) এক শোকবার্তায় ড. ইউনূস বলেন, “নজরুলগীতি, দেশাত্মবোধক গানসহ নানা ঘরানার সংগীত পরিবেশন করলেও, ফরিদা পারভীন ‘লালনকন্যা’ হিসেবে শ্রোতাদের হৃদয়ে স্থান করে নিয়েছেন। পাঁচ দশক ধরে তার কণ্ঠে লালন সাঁইয়ের গান মানুষের অন্তর ছুঁয়েছে। তার গান আমাদের সংস্কৃতির অন্তর্নিহিত দর্শন ও জীবনবোধকে নতুন মাত্রায় উপস্থাপন করেছে।”

তিনি আরও বলেন, “নানা প্রতিকূলতার মধ্যেও সংগীত থেকে দূরে সরে যাননি ফরিদা পারভীন। সংগীতের প্রতি তার অকৃত্রিম অনুরাগ প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রেরণা জুগিয়েছে। একুশে পদকপ্রাপ্ত এই গুণী শিল্পীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে এবং আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডলে নতুন চিন্তা ও সৃষ্টির খোরাক যোগাবে।”

প্রধান উপদেষ্টা ড. ইউনূস ফরিদা পারভীনের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

জনপ্রিয় লোকসংগীতশিল্পী ফরিদা পারভীন শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। ১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়া থানায় জন্মগ্রহণ করেন তিনি। মাত্র ১৪ বছর বয়সে ১৯৬৮ সালে তার পেশাদার সংগীতজীবন শুরু হয়। গানের সঙ্গে পার করেছেন দীর্ঘ ৫৫ বছরের সৃজনশীল পথচলা।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে