ঢাকা, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

জিয়া হলে ছাত্রদলের হার, মুজিব হলে শিবিরের জয়

২০২৫ সেপ্টেম্বর ১০ ১৬:৫৮:৪৫
জিয়া হলে ছাত্রদলের হার, মুজিব হলে শিবিরের জয়

নিজস্ব প্রতিবেদক: প্রথমবারের মতো ইতিহাস সৃষ্টি করে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি, জিএস এবং এজিএস-সহ বিভিন্ন পদে বিপুল ভোটে জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা। ঘোষিত ফলাফল অনুযায়ী, ১৮টি হলের ভোট গণনা শেষে ছাত্রদলের ভিপি প্রার্থী ফলাফল প্রত্যাখ্যান করে কারচুপির অভিযোগ তুলেছেন।

ভিপি পদে ফলাফল:ভিপি পদে ছাত্রশিবিরের প্রার্থী সাদিক কায়েম ১৪,৮১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫,৯৯৯ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ৮ হাজারেরও বেশি।

জিএস পদে ফলাফল:জিএস পদে ছাত্রশিবিরের প্রার্থী এস এম ফরহাদ ১০,৮৮৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। ছাত্রদলের প্রার্থী তানভীর বারী হামিম পেয়েছেন ৫,২৫৪ ভোট। এই দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান প্রায় ৫ হাজার।

এজিএস পদে ফলাফল:এজিএস পদে ছাত্রশিবিরের প্রার্থী মহিউদ্দিন খান ৯,৫০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ছাত্রদলের প্রার্থী তানভীর আল হাদী মায়েত পেয়েছেন ৪,২৫৪ ভোট। এই পদেও ভোটের ব্যবধান ৫ হাজারের বেশি।

হলভিত্তিক উল্লেখযোগ্য ফলাফল:

শেখ মুজিবুর রহমান হল: এই হলে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম সর্বোচ্চ ৮৪২ ভোট পেয়েছেন। ছাত্রদলের আবিদুল ইসলাম পেয়েছেন ২৩৮ ভোট। স্বতন্ত্র জোটের উমামা ফাতেমা ৬৯ এবং বৈষম্যবিরোধী শিক্ষার্থী প্যানেলের আব্দুল কাদের ৬৭ ভোট পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী শামিম হোসেন পেয়েছেন ৬৮৪ ভোট। জিএস পদে ছাত্রশিবিরের এস এম ফরহাদ পেয়েছেন ৬৮৩ ভোট, যেখানে ছাত্রদলের তানভীর বারী হামিম পেয়েছেন ৩০৭ ভোট এবং বাম দলের বসুর ঝুলিতে পড়েছে ১২৪ ভোট।

জিয়াউর রহমান হল: এই হলে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম, ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খানের চেয়ে প্রায় চারগুণ বেশি ভোট পেয়েছেন। ঘোষিত ফলাফল অনুযায়ী, সাদিক কায়েম পেয়েছেন ৮৪১ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুল ইসলাম খান পেয়েছেন ১৮১ ভোট। এছাড়া, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের উমামা ফাতেমা ১৫৩, আব্দুল কাদের ৪৭, স্বতন্ত্র প্রার্থী শামিম ১৪১ এবং জামালউদ্দিন খালিদ ২২ ভোট পেয়েছেন।

নির্বাচন প্রক্রিয়া ও প্রার্থীদের প্রতিক্রিয়া:

বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে রাত পৌনে ২টার দিকে ফলাফল ঘোষণা শুরু হয়।

ফলাফল প্রকাশের পর ছাত্রদলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম শিক্ষার্থীদের রায়কে সম্মান জানিয়েছেন। তিনি বলেছেন, যদি শিক্ষার্থীরা মনে করেন এটাই তাদের রায়, তবে তিনি সেটিকে সম্মান জানাবেন।

তবে, ফলাফল নিয়ে বিপরীত মন্তব্য করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে লিখেছেন, "পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।"

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে