ঢাকা, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ঢাবি নির্বাচন ঘিরে বিস্ফোরক উমামা ফাতেমা

২০২৫ সেপ্টেম্বর ১০ ০৮:৩৫:১৬
ঢাবি নির্বাচন ঘিরে বিস্ফোরক উমামা ফাতেমা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা।

বুধবার দিবাগত রাত সোয়া তিনটার পর নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন:“বয়কট! বয়কট! ডাকসু বর্জন করলাম। সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন। ৫ আগস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন। শিবির পালিত প্রশাসন।”

নির্বাচন পরিচালনায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। তাঁর দাবি, নির্বাচন ছিল একপেশে, কারচুপিতে ভরপুর এবং প্রশাসনের পক্ষপাতদুষ্ট আচরণ ছিল প্রকাশ্য।

এর আগে একই রাতে ডাকসু নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেন ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান। রাত আড়াইটার দিকে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন:“পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।”

ডাকসু নির্বাচনকে ঘিরে বিভিন্ন প্রার্থীর এমন প্রতিক্রিয়া এবং ফল প্রত্যাখ্যান ছাত্র রাজনীতির পরিবেশ ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে