ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
Sharenews24

২০২৬ সালের রোজা শুরুর সম্ভাব্য দিন প্রকাশ

২০২৫ আগস্ট ১৯ ১৯:১০:৫১
২০২৬ সালের রোজা শুরুর সম্ভাব্য দিন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাস ২০২৬ সালে শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি থেকে।সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, জ্যোতির্বিদদের হিসাব অনুযায়ী ১৬ ফেব্রুয়ারির সন্ধ্যায় চাঁদ দেখা যেতে পারে, যার ভিত্তিতে পরদিন থেকে রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে ইসলামিক রীতিতে রমজানের আনুষ্ঠানিক ঘোষণা চাঁদ দেখা সাপেক্ষে দেওয়া হয়। সাধারণত শাবান মাসের ২৯তম দিন চাঁদ দেখার চেষ্টা করা হয়।

রমজান হলো আত্মশুদ্ধির মাস। বিশ্বের কোটি কোটি মুসলিম এই মাসে ইবাদত, সহমর্মিতা, পারস্পরিক সহায়তা ও সংযমের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভে ব্রতী হন।

ইসলামিক বর্ষপঞ্জি চন্দ্রচক্রের ওপর ভিত্তি করে গঠিত হওয়ায় প্রতি বছর আরবি মাসগুলো ইংরেজি ক্যালেন্ডারে ১০-১১ দিন এগিয়ে আসে। ফলে রমজান কখনও আসে গ্রীষ্মে, কখনও শীতে, কিংবা অন্য ঋতুতেও।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে