ঢাকা, রবিবার, ২০ জুলাই ২০২৫
Sharenews24

সমাবেশের মঞ্চে জায়গা না পেয়ে মুখ খুললেন আমির হামজা

২০২৫ জুলাই ১৯ ১৯:৪৫:১৩
সমাবেশের মঞ্চে জায়গা না পেয়ে মুখ খুললেন আমির হামজা

নিজস্ব প্রতিবেদক : মঞ্চের বিশেষ আসনে নয়, সাধারণ কর্মীদের সঙ্গে জনতার কাতারে বসেই জামায়াতে ইসলামীর সমাবেশে অংশ নিলেন জনপ্রিয় ইসলামী বক্তা ও নাশিদশিল্পী আমির হামজা। সাধারণত ধর্মীয় অনুষ্ঠানে মঞ্চে বিশেষ মর্যাদা পেলেও, এবার সাধারণের মাঝেই বসে থাকাকে তিনি ‘দ্বীনের জন্য আনন্দদায়ক’ বলে মন্তব্য করেছেন।

সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে এক গণমাধ্যমকর্মী আমির হামজাকে প্রশ্ন করেন, “আপনি তো সবসময় ওয়াজ মাহফিল বা ধর্মীয় প্রোগ্রামে বিশেষ মঞ্চে থাকেন। আজ আপনাকে জনতার কাতারে দেখা যাচ্ছে, এর পেছনে কোনো বার্তা আছে কি?”

উত্তরে আমির হামজা বলেন,“মানুষ হিসেবে আমরা সবাই সমান। আমাদের আমির, ডা. শফিকুর রহমান উনিও থাকলে এখানেই বসতেন। এতে কোনো সমস্যা নেই।”

তিনি আরও বলেন,“আমার কাছে এটা দ্বীনের জন্য আনন্দই লাগছে। কোনো কষ্ট নেই ইনশাআল্লাহ। যদিও মানুষ হিসেবে কষ্ট হচ্ছে, কিন্তু দ্বীনের খাতিরে আনন্দে আছি। আলহামদুলিল্লাহ।”

অনেকেই আমির হামজার এই ভূমিকা ও অবস্থানকে রাজনৈতিক-ধর্মীয় সমাবেশে প্রচলিত ভিআইপি সংস্কৃতির বিরুদ্ধে একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন। তার মতে, ইসলামী আন্দোলনে নেতা বা কর্মী—সকলেই সমান, এবং দ্বীনের কাজে অংশগ্রহণ করাটাই আসল সম্মান।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে